X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আইসিসির বর্ষসেরা দলে নেই কোনও বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৮, ১৫:০৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬

আইসিসির বর্ষসেরা দলে নেই কোনও বাংলাদেশি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বৃহস্পতিবার ঘোষণা করেছে বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দল। বাংলাদেশের জন্য এবারও নেই কোনও সুখবর।

২০০৪ সাল থেকে আইসিসি ঘোষণা করছে দুই ফরম্যাটের বর্ষসেরা দল, যেখানে দুইবার বাংলাদেশের প্রতিনিধি ছিল। ২০১৫ সালে ওয়ানডের সেরা একাদশে ছিলেন মোস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ২০০৯ সালে জায়গা পেয়েছিলেন বর্ষসেরা টেস্ট দলে।

গত বছরের পারফরম্যান্স দিয়ে এবার কিন্তু আশা জাগান সাকিব ও মুশফিকুর রহিম। সাকিব টেস্টে ৪৭.৫ গড়ে ৬৬৫ রান করে নিয়েছিলেন ২৯ উইকেট। আর ১২ ক্যাচ ও ২ স্টাম্পিং করার পাশাপাশি ৫৪.৭১ গড়ে মুশফিক করেছিলেন ৭৭৬ টেস্ট রান। শীর্ষস্থানীয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট একাদশেও ছিলেন বাংলাদেশের এই দুই তারকা। কিন্তু তাদের নামের দেখা মিললো না আইসিসির টেস্ট দলে। ওয়ানডে দলেও নেই বাংলাদেশের কেউ।

ভারতকে টেস্ট ও ওয়ানডে র‌্যাংকিংয়ের এক ও দুই নম্বরে ‍উঠানো বিরাট কোহলি দুই ফরম্যাটেই অধিনায়ক নির্বাচিত হয়েছেন। প্রথমবার টেস্ট দলে জায়গা পেয়েছেন তিনি। তার নেতৃত্বে দুই দলেই জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার, দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকস।

৮ বছরে সপ্তমবার বছরের সেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। প্রথম আফগানিস্তানি হিসেবে রশিদ খান আছেন ওয়ানডের বর্ষসেরা দলে। ক্রিকইনফো

বর্ষসেরা টেস্ট দল: ডিন এলগার, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি (অধিনায়ক), স্টিভেন স্মিথ, চেতেশ্বর পূজারা, বেন স্টোকস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, মিচেল স্টার্ক, কাগিসো রাবাদা ও জেমস অ্যান্ডারসন।

বর্ষসেরা ওয়ানডে দল: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), বাবর আজম, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক (অধিনায়ক), বেন স্টোকস, ট্রেন্ট বোল্ট, হাসান আলী, রশিদ খান ও জশপ্রীত বুমরাহ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন বিসমাহ মারুফ 
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
মেয়েকে ধর্ষণের অভিযোগে পিতার মৃত্যুদণ্ড
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
উপজেলা নির্বাচনে সহিংসতার শঙ্কা সিইসির
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
যুক্তরাষ্ট্রজুড়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, শতাধিক শিক্ষার্থী গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
২৪ ঘণ্টা পর আবার কমলো সোনার দাম
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না
ভুল সময়ে ‘ঠিক কাজটি’ করবেন না