X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

চ্যালেঞ্জটা পেসারদের ওপরই বেশি দেখছেন মাশরাফি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ১৮:১৯আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ১৮:৩৭

সংবাদ সম্মেলনে মাশরাফি। ছবি: বিসিবি শুক্রবার ত্রিদেশীয় সিরিজে ‍নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটিতে পেসারদেরই সবচেয়ে বেশি চ্যালেঞ্জ নিতে হবে বলে মনে করেন মাশরাফি।

প্রথম ম্যাচের চেয়ে বুধবারের ম্যাচের উইকেট তুলনামূলক শুকনো ছিল। শুক্রবারও এমন উইকেট পাবেন বলে মনে করছেন মাশরাফি। স্কোরবোর্ডে রান বেশি উঠলে পেসারদের বাড়তি চ্যালেঞ্জ নিতে হবে। তাই পেসারদের উদ্দেশ্যে মাশরাফি বলে রাখলেন, ‘দুটি ম্যাচ খেলা হয়েছে আলাদা উইকেটে। আমরা জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা ম্যাচের মতো উইকেট আগামীকাল (শুক্রবার) পেতে পারি। সেক্ষেত্রে বোলারদের জন্য চ্যালেঞ্জ একটু বেশি থাকবে।’

তিনি আরও বলেছেন, ‘আমি আগেও বলেছিলাম, আমরা যেসব ম্যাচ জিতেছি পেসাররা অসাধারণ ভূমিকা রেখেছে। আবার অনেক ম্যাচ হেরেছি যেখানে পেস বোলাররা কিছুই করতে পারেনি। আমরা চেষ্টা করছি কিভাবে আরও ধারাবাহিক হওয়া যায়।’

মাশরাফি অবশ্য উইকেট নিয়ে পড়ে থাকতে চান না, পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে চান মাঠে। বৃহস্পতিবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেটাই জানিয়ে গেলেন, ‘ভালো উইকেট হলেই যে ব্যাটসম্যানরা সহজে রান করে ফেলবে, ব্যাপারটা তেমন নয়। পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হবে। শেষ ম্যাচে তামিম রান করেছে। সাকিব-এনামুল ভালো শুরু করেছিল, মুশফিক তো নটআউট ছিল। টপ অর্ডারে হিসাব করে খেলতে পারলে আমাদের বড় ইনিংস খেলার সামর্থ্য আছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পাওয়ার পর দলের কম্বিনেশন খুঁজে পেয়েছেন বলেও জানিয়েছেন মাশরাফি, ‘কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ, যেটা দক্ষিণ আফ্রিকায় মিসিং ছিল। এখানে প্রথম ম্যাচে সেটা আমরা করতে পেরেছি। চেষ্টা করব ধারাবাহিকতা ধরে রাখতে।’

জিম্বাবুয়ের বিপক্ষে আগে বোলিং করেছিল বাংলাদেশ। সিদ্ধান্তটা যে সঠিক ছিল, সেটা ম্যাচের ফলাফলেই স্পষ্ট। তাই বলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের টসের অপেক্ষায় বসে নেই বাংলাদেশ। বরং নিজেদের পরিকল্পনা অনুযায়ী মাঠে পারফর্ম করার দিকে মনোযোগী ওয়ানডে অধিনায়ক, ‘প্রথম ম্যাচের আগে কিন্তু আমি বলেছিলাম, দ্বিধায় ছিলাম ব্যাটিং করব নাকি বোলিং। আর সূর্য না ওঠাতে আমরা বোলিং নিয়েছিলাম। সিদ্ধান্তটা সঠিক ছিল।’ কথাটা শেষ করেই আবার বললেন, ‘গত দুই দিন সূর্য দেখা যাচ্ছে। যদিও রাতে একটু শিশির থাকে। ব্যাটিং করাটা হয়তো কোনও কোনও ক্ষেত্রে সহজ। অবশ্য এত কিছু না ভেবে আমার মনে হয় আমাদের ইতিবাচক ক্রিকেট খেলাটা জরুরি। যেটাই আগে করি না কেন, আমাদের আরও একটু দায়িত্ব নিয়ে করতে হবে।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!