X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

হাথুরুসিংহের শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ২৩:০১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ২৩:০১

জিম্বাবুয়ের কাছে হেরে যাওয়ায় চাপে থাকবে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে শুক্রবার দুপুর ১২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন।

সম্প্রতি হাথুরুসিংহে লঙ্কানদের কোচ হওয়ায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি উত্তাপ ছড়াচ্ছে বেশি। অবশ্য এই উত্তাপ গায়ে মাখছে না কোনও ক্রিকেটারই।  ম্যাচটিতে মুখোমুখি হওয়ার আগে দুই দলের মানসিক অবস্থাও পুরো ভিন্ন। একই দলের বিপক্ষে বাংলাদেশ বড় ব্যবধানে জিতলেও শ্রীলঙ্কা জিম্বাবুয়ের কাছে হেরে মানসিকভাবে চাপের মধ্যেই আছে।  

বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কার শক্তিমত্তা আর খেলার ধরণ জিম্বাবুয়ের চেয়ে একেবারেই আলাদা। এই কারণে বাংলাদেশ দলের কৌশলেও আসতে পারে পরিবর্তন। শ্রীলঙ্কা দলে বেশ কয়েকজন বাঁহাতি ব্যাটসম্যান থাকায়, সানজামুলের পরিবর্তে একাদশে দেখা যেতে পারে মিরাজকে। যদিও এই একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি।

নতুন বছরে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল জয় দিয়ে শুরু করা। সেই চ্যালেঞ্জে বেশ ভালোভাবেই জিতেছে মাশরাফির দল।

এদিকে ভারত সফরের পরই বাংলাদেশে এসেছে শ্রীলঙ্কা। সেখানেও হার বরণ করতে হয়েছে লঙ্কানদের। সবমিলিয়ে গত বছর একেবারেই বাজে কেটেছে দলটির। তাই নিজেদের অবস্থার পরিবর্তন করতেই বাংলাদেশের সাবেক কোচ হাথুরুসিংহেকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। যদিও হাথুরুসিংহে প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ হয়েছেন।

লঙ্কান ব্যাটিং কোচ সামারাবিরা অবশ্য প্রথম ম্যাচটিতে হেরে যাওয়াতেই সব শেষ হয়ে গেছে বলে মনে করছেন না, ‘ত্রিদেশীয় সিরিজের মতো আসরে এমনটা ঘটতেই পারে। আমরা দুয়েকটি ম্যাচ হারতে পারি। কিন্তু জরুরী বিষয় হচ্ছে খেলাগুলো থেকে ইতিবাচক বিষয়গুলো নেওয়া। যেহেতু নিজেদের সেরা খেলাটা খেলতে পারিনি, তাই আমরা প্রথম ম্যাচে অল্প ব্যবধানে হেরেছি। যদি নিজেদের মেলে ধরতে পারি এবং সেরা খেলাটা খেলতে পারি। তাহলে বাংলাদেশের বিপক্ষে জিততে পারবো।’

ম্যাচের আগে ‍সংবাদ সম্মেলনে মাশরাফি বর্তমান পারফরম্যান্সে বাংলাদেশ অনেকটা এগিয়ে থাকলেও পরিসংখ্যানে বাংলাদেশ বড় ব্যবধানেই পিছিয়ে! দুই দলের মুখোমুখি ৪১ লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মাত্র ৫টি ম্যাচে। বাকি ৩৪ ম্যাচে লঙ্কানরাই শেষ হাসি হেসেছে। বাংলাদেশের জন্য আশার কথা রুবেল ও মোস্তাফিজের দারুণ ফর্ম। রুবেল দ্বিতীয় পেসার হিসেবে শততম উইকেট শিকারের মাইলফলকে পৌঁছেছেন গত ম্যাচে। বছরের প্রথম ম্যাচে মোস্তাফিজ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নিজেকে ফিরে পেয়েছেন। তাই সবমিলিয়ে দারুণ আত্মবিশ্বাসী মাশরাফি, ‘প্রথম ম্যাচে যেভাবে খেলেছি, এই ধারাবাহিকতা রক্ষা করতে পারলেই জয় সম্ভব। সবচেয় বড় কথা, জিম্বাবুয়ে গতকাল (বুধবার) যেভাবে খেলেছে, ওটাই আসলে সত্যিকারের ক্রিকেট। নির্দিষ্ট দিনে সব বিভাগে ভালো ক্রিকেট না হলে জেতা সম্ভব নয়।’

 তিনি আরও যোগ করে বলেছেন, ‘টুর্নামেন্ট শুরুর আগে একটা কথা বলেছিলাম-ফাইনালে যাওয়ার আগে ধারাবাহিক চারটা ম্যাচ জিতে যেতে চাই। প্রতিপক্ষকে কোনও সুযোগ দেওয়া যাবে না।’

বাংলাদেশ শিবিরে ইনজুরি নিয়ে কোনও শঙ্কা না থাকলেও শ্রীলঙ্কা অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের হ্যামস্ট্রিং ইনজুরি তাকে ছিটকে দিয়েছে এই ম্যাচ থেকে। তাই অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে টেস্ট অধিনায়ক দিনেশ চান্ডিমালকেই।

এদিকে লঙ্কান দুই ব্যাটসম্যান কুশল পেরেরা ও চান্ডিমালকে নিয়ে ভাবনায় আছেন মাশরাফি! কারণ বাংলাদেশের বিপক্ষে তাদের রেকর্ডও বেশ ভালো। এ ব্যাপারে মাশরাফি জানান, ‘প্রথম ম্যাচে পরিকল্পনাগুলো ঠিকমতো বাস্তবায়ন করতে পেরেছি। ওদের কিছু খেলোয়াড় আছে যারা খেলাটা গুঁড়িয়ে দিতে পারে। কুসল পেরেরার আমাদের বিপক্ষে সেঞ্চুরি করার অভিজ্ঞতা আছে। উপুল থারাঙ্গা অনেক সিনিয়র একজন ক্রিকেটার। চান্ডিমাল অনেক দিন ক্রিকেট খেলছে। ওদের বেশ ভালো সামর্থ্য আছে। ওদের কোনও প্রকার সুযোগ দেওয়া যাবে না।’

 বাংলাদেশ যেখানে প্রতিপ্রক্ষকে কোনও সুযোগ দিতে নারাজ। সেখানে শ্রীলঙ্কান ব্যাটিং কোচ বাংলাদেশের বিপক্ষেই জয়ে ফিরতে চাইছেন, ‘আশা করছি আমরা নিজেদের খেলাটা খেলতে পারবো। প্রথম ম্যাচে আমরা নিজেদের সামর্থ্য অনুসারে খেলতে পারিনি। কিন্তু খুবই কম ব্যবধানে হেরেছি। যদি সামর্থ্য অনুসারে খেলতে পারি কাল (শুক্রবার) আমরাই জিতবো।’

 

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ