X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাকিবকে ফেরালেন গুনারত্নে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৫:০১আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:০১

সাকিব আল হাসান ভালো খেলে আউট হন ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আরেকটি দুর্দান্ত ইনিংসের শেষ হলো। আরেক হাফসেঞ্চুরিয়ান সাকিব আল হাসানকে ৬৩ রানে ফিরতি বলে ক্যাচ ধরে ফেরালেন আসেলা গুনারত্নে। তার আগে তামিম ইকবাল আউট হন ৮৪ রানে। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ ওভারে ৩ উইকেটে ২৩৭ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিম।

মিরপুরে টস জিতে ব্যাটিং নিয়ে ভালো শুরু করেছিল স্বাগতিকরা। প্রথম ওভারেই জীবন পান এনামুল। ইনিংসের তৃতীয় বলে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো কুশল মেন্ডিসের হাত ফসকে বেরিয়ে যায় তার ব্যাট ছুঁয়ে আসা বল। এরপর বেশ সতর্ক হয়ে খেলেছেন বাংলাদেশি ওপেনার। তবে ১৫তম ওভারে থিসারা পেরেরার পঞ্চম বলে নিরোশান ডিকবিলাকে ক্যাচ দেন এনামুল। ৩৭ বলে তিন চার ও এক ছয়ে ৩৫ রান করেন তিনি। তারপরই ছিল তামিম-সাকিবের ৯৯ রানের শক্ত জুটি।

টানা দ্বিতীয় ম্যাচে আক্ষেপে পুড়েছেন তামিম। জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত থেকেও সেঞ্চুরি করতে পারেননি নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ায়।সিরিজের টানা দ্বিতীয় ম্যাচেও তামিম মাঠ ছাড়লেন তার নামের পাশে ৮৪ রান নিয়ে। জিম্বাবুয়ের বিপক্ষে ৮৪ রানে অপরাজিত থাকলেও শ্রীলঙ্কা তাকে আউট করলো আবারও ১৬ রানের আক্ষেপে রেখে। শুক্রবার ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচেও হাফসেঞ্চুরি করেছিলেন ২৮ বছর বয়সী ব্যাটসম্যান। ৭২ বলে ৫টি চারে ক্যারিয়ারের ৪০তম ফিফটি পান তিনি।

এরপর আরও বেশি মারকুটে হয়েছিলেন তামিম। আরও দুটি করে চার ও ছয়ে রানের গতি বাড়ান তিনি। কিন্তু ৩০তম ওভারে আকিলা ধনঞ্জয়ার প্রথম বলে তার বিরুদ্ধে স্টাম্পিংয়ের আপিল করে শ্রীলঙ্কা। আম্পায়ার ‘না’ করে দিলে রিভিউয়ের আবেদন জানান উইকেটরক্ষক নিরোশান ডিকবিলা। রিভিউতে স্টাম্পিং না হলেও দেখা গেছে বল ব্যাট ছুঁয়ে ধরা পড়েছে তার গ্লাভসে। তামিম ১০২ বলে ৭ চার ও ২ ছয়ে ৮৪ রানে আউট হন।

বাংলাদেশ দ্বিতীয় উইকেট হারানোর কিছুক্ষণ পর সাকিব ৫০ বলে ৫০ রান করেন ৫টি চারে। এটি ছিল তার ৩৬তম হাফসেঞ্চুরি। মুশফিকের সঙ্গে ৫৭ রানের জুটি গড়ে ফিরতে হয় তাকে। দলীয় স্কোর ২৪৩ এ রেখে মাঠ ছাড়েন সাকিব। ৬৩ বলে ৭ চারে ৬৭ রান করেন তিনি।   

সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জিম্বাবুয়েকে ৮ উইকেটে হারায়। আর শ্রীলঙ্কা ১২ রানে হেরে যায় জিম্বাবুয়ের কাছে। অ্যাঞ্জেলো ম্যাথুজ দলের বাইরে থাকায় দিনেশ চান্ডিমালের নেতৃত্বে খেলবে শ্রীলঙ্কা।

দলে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সানজামুল ইসলামের জায়গায় একাদশে ঢুকেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ম্যাথুজের সঙ্গে দুষ্মন্ত চামীরা বাদ পড়েছেন। তাদের জায়গায় শ্রীলঙ্কা নিয়েছে নুয়ান প্রদীপ ও নিরোশান ডিকবিলাকে।

বাংলাদেশ: তামিম ইকবাল, এনামুল হক, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, নাসির হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: উপুল থারাঙ্গা, কুশল পেরেরা, দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), নিরোশান ডিকবিলা, কুশল মেন্ডিস, আসেলা গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুয়ান প্রদীপ।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাসের প্রতি শেষ শ্রদ্ধা
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া