X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অগ্রণী ব্যাংকে সৌম্য, তাসকিনকে রাখেনি আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৩৬আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ১৫:৪৪

সৌম্য সরকার ও তাসকিন আহমেদ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের গত আসরে সৌম্য সরকার খেলেছিলেন প্রাইম ব্যাংকে। ‍যদিও এবার তারা ছেড়ে দিয়েছে এই ওপেনারকে। এবারের আসরে সৌম্যর নতুন দল অগ্রণী ব্যাংক। তাসকিন আহমেদকেও ছেড়ে দিয়েছে তার আগের দল আবাহনী।

আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তার আগে শনিবার সকাল ১০টায় হোটেল ওয়েস্টিনে প্লেয়ারস ড্রাফটের মাধ্যমে ক্লাবগুলো তাদের পছন্দের খেলোয়াড়দের বেছে নেওয়ার সুযোগ পাবে।

প্লেয়ারস ড্রাফটের আগে ১২টি ক্লাব তাদের খেলোয়াড়দের রেখে দিয়েছে। প্রথম বিভাগ থেকে ওঠে আসা দুটি দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর অবশ্য প্লেয়ারস ড্রাফট থেকে সবার আগে পাঁচজন করে ক্রিকেটারকে আগেভাগে নেওয়ার সুযোগ পেয়েছে।

সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া দুই ক্রিকেটার সৌম্য সরকার ও তাসকিন আহমেদকে তাদের আগের ক্লাব ছেড়ে দিয়েছে। সৌম্যকে ছেড়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। গত আসরে ৩ ম্যাচে ৫০ রান করা এই ওপেনারকে দলে ভিড়িয়েছে প্রথম বিভাগ থেকে ওঠে আসা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।

অন্যদিকে আবাহনীর হয়ে গত আসরে দুই ম্যাচে ১ উইকেট নেওয়া তাসকিনকে রাখেনি আবাহনী। সৌম্য প্রথম বিভাগের দল পেলেও তাসকিনকে শনিবারের অপেক্ষায় থাকতে হচ্ছে।

১২ আইকন খেলোয়াড়কে ১২টি ক্লাব প্লেয়ারস ড্রাফটের মাধ্যমে দলে নেবে। মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, নাসির হোসেন, লিটন দাস, এনামুল হক বিজয় ও রুবেল হোসেনকে বেছে নেবে ক্লাবগুলো।

প্রথম বিভাগ থেকে ওঠে আসা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব সৌম্য সরকারসহ শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক ও শফিউল ইসলামকে দলে নিয়েছে। তারকা চার ক্রিকেটারের সঙ্গে রয়েছেন আজমির আহমেদ। তাকে রেখে দিয়েছে দলটি।

আরেক দল শাইনপুকুর দলে নিয়েছে আফিফ হোসেন, সাদমান ইসলাম, সাইফউদ্দিন ও শুভাগত হোমকে। তারা দলে রেখে দিয়েছে অনূর্ধ্ব-১৯ দলের ওপেনার তৌহিদ হৃদয়কে।

দল নিশ্চিত করা খেলোয়াড়রা:

গাজী গ্রুপ ক্রিকেটার্স: মুমিনুল হক, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, মেহেদী হাসান ও আবু হায়দার রনি।

প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা, ইমতিয়াজ হোসেন, মার্শাল আইয়ুব, আরাফাত সানি ও মোহাম্মদ শরীফউল্লাহ।

আবাহনী: মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান ও মোহাম্মদ মিঠুন।

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: মেহেদী মারুফ, ‍জাকির হাসান, আরিফুল হক, আল-আমিন জুনিয়র ও নাহিদুল ইসলাম। 

মোহামেডান: তাইজুল ইসলাম, রকিবুল হাসান জুনিয়র, শামসুর রহমান, রনি তালুকদার ও শুভাশীষ রায়।

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: জিয়াউর রহমান, সোহাগ গাজী, নুরুল হাসান, তানবীর হায়দার ও মোহাম্মদ ইলিয়াস।

লিজেন্ডস অব রূপগঞ্জ: মোশাররফ হোসেন, নাঈম ইসলাম, মোহাম্মদ শরীফ, আসিফ হাসান, হামিদুল ইসলাম।

ব্রাদার্স ইউনিয়ন: অলক কাপালি, জুনায়েদ সিদ্দিকী, মিজানুর রহমান, মাইশুকুর রহমান, নিহাদ-উজ-জামান।

কলাবাগান ক্রীড়া চক্র: মোহাম্মদু আশরাফুল, তাসামুল হক, মুক্তার আলী, নাবিল সামাদ, আবুল হাসান।

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: নাফিস ইকবাল খান, রবিউল ইসলাম রবি, অমিত মজুমদার, তানবীর ইসলাম, রাফসান আল মাহমুদ।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
মিয়ানমার থেকে দেশে ফিরছেন দেড় শতাধিক বাংলাদেশি
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
কক্সবাজার-চট্টগ্রাম রেললাইনে ট্রেনের বগি লাইনচ্যুত
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি স্থাপনায় আগুন
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা