X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফাইনালও নিশ্চিত বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ২১:০৭আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২১:১০

ফাইনালও নিশ্চিত বাংলাদেশের টানা দুই ম্যাচে জয়, সঙ্গে বোনাস পয়েন্ট, তাই আর বাকি দুই ম্যাচের অপেক্ষায় থাকতে হলো না বাংলাদেশকে। শ্রীলঙ্কার বিপক্ষে বিশাল ব্যবধানে জয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের ফাইনালও নিশ্চিত করেছে স্বাগতিকরা।

ত্রিদেশীয় সিরিজে প্রত্যেক জয়ী দল পায় ৪ পয়েন্ট করে, আর বোনাস পেলে যোগ হয় আরও ১ পয়েন্ট। জিম্বাবুয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষেও বড় ব্যবধানে জয় নিশ্চিত করায় বোনাস পয়েন্টও পেয়েছে বাংলাদেশ। তাই দুই জয়ে ৮ পয়েন্টের সঙ্গে বোনাস হিসেবে আরও ২ পয়েন্ট পেয়েছে টাইগাররা, সব মিলিয়ে পয়েন্ট দাঁড়িয়েছে ১০। যাতে শুক্রবারের ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশের নিশ্চিত হয়ে যায় ফাইনাল।

বাংলাদেশ, জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা- তিন দলই খেলেছে দুটি করে ম্যাচ। বাকি থাকা দুই ম্যাচের দুটিতেই যদি হেরে যায় বাংলাদেশ, তবু ফাইনালে খেলবে স্বাগতিকরা। সহজ হিসাব হলো, জিম্বাবুয়ে (৪) কিংবা শ্রীলঙ্কার (০) কোনও দলেরই বাকি দুই ম্যাচ জেতা সম্ভব নয়। জিম্বাবুয়ে যদি দুই ম্যাচ জেতে তাহলে অন্তত এক ম্যাচ হারতেই হবে শ্রীলঙ্কাকে, কারণ একটা ম্যাচে মুখোমুখি হবে দুই অতিথি দল। একই সমীকরণ হবে শ্রীলঙ্কার বেলাতেও।

প্রথমে আসা যাক জিম্বাবুয়ের পয়েন্টের দিকে। আফ্রিকার দেশটির বাংলাদেশের বিপক্ষে হারের পর জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে, যাতে ২ ম্যাচে তাদের পয়েন্ট ৪। শেষ দুই ম্যাচে বোনাসসহ জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে সর্বোচ্চ ১৪ (৪+৫+৫)। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই বাংলাদেশের সঙ্গে শ্রীলঙ্কাকেও হারাবে জিম্বাবুয়ে। তখন বাংলাদেশের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার পয়েন্ট হবে সর্বোচ্চ ৫ (বোনাস পয়েন্টসহ)। তার মানে ফাইনালে খেলা হবে না লঙ্কানদের।

এবার আসা যাক শ্রীলঙ্কার জয়ের হিসাবের দিকে। চন্ডিকা হাথুরুসিংহের দল বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচে জয়ের সঙ্গে বোনাস পেলে পয়েন্ট হবে সর্বোচ্চ ১০ (০+৫+৫)। আগামী রবিবার শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পর জিম্বাবুয়ে যদি বাংলাদেশকে বোনাস পয়েন্টসহ হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ৯। তখন ফাইনালে চলে যাবে শ্রীলঙ্কা।

তাই বাকি ম্যাচগুলোর ফল যাই হোক, বাংলাদেশের ফাইনাল খেলা নিশ্চিত। শিরোপার মঞ্চে ওঠার লড়াই এখন জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার।

শুক্রবারের ম্যাচের পর পয়েন্ট টেবিল:

দল

ম্যাচ

জয়

হার

বোনাস পয়েন্ট

মোট পয়েন্ট

নেট রানরেট

বাংলাদেশ

১০

২.৯৮৫

জিম্বাবুয়ে

-১.১২০

শ্রীলঙ্কা

-১.৭৫০

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা