X
মঙ্গলবার, ১৪ মে ২০২৪
৩১ বৈশাখ ১৪৩১

হাথুরুসিংহের কথা আমাদের মাথায় নেই: সাকিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ২১:৪৩আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২১:৫১

ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার হাতে সাকিব। ছবি-বিসিবি যেন প্রতিপক্ষ শ্রীলঙ্কা নয়, চন্ডিকা হাথুরুসিংহে! বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়ে স্বদেশ শ্রীলঙ্কার কোচ হওয়ার পর থেকেই তাকে ঘিরে আলোচনা। হাথুরুসিংহে প্রসঙ্গে কথা শুনতে শুনতে সাকিব আল হাসান মনে হয় বিরক্ত। সংবাদ সম্মেলনে সাবেক কোচকে নিয়ে আলোচনা কম করার আহ্বানই জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার।  

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টাইগারদের রেকর্ড ১৬৩ রানের জয়ে সাকিবের অবদান ৬৭ রান ও তিন উইকেট। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ‘বাংলাদেশের শক্তি-দুর্বলতা সম্পর্কে হাথুরু সব জানেন’ এমন জল্পনা ছড়িয়ে পড়েছিল। তবে শুক্রবার মাঠের লড়াইয়ে শ্রীলঙ্কা পাত্তাই পায়নি। ‘হাথুরুসিংহেকে কি নিজেদের সামর্থ্যের প্রমাণ দেখালো বাংলাদেশের ক্রিকেটাররা?’ সংবাদ সম্মেলনে এমন প্রশ্ন উঠলো। ম্যাচসেরা সাকিব জবাব দিলেন হাসিমুখে, ‘হাথুরুসিংহের কথা আমাদের মাথায় নেই। আমি চাই, আপনারাও এ বিষয় মাথায় রাখবেন না। আমাদের জন্য সেটা ভালো হবে।’

দক্ষিণ আফ্রিকা সফরের ব্যর্থতা পেছনে ফেলে বাংলাদেশ কীভাবে আত্মবিশ্বাস ফিরে পেলো প্রশ্নে সাকিবের জবাব, ‘আমাদের পরিকল্পনায় ভিন্নতা এসেছে। কোচ পরিবর্তন হয়েছে, তার চিন্তা-ভাবনা যোগ হয়েছে। তাই বলে আগে আমরা স্বাধীন ছিলাম না, এটা ভাবার কোনও কারণ নেই। তবে এখন আমরা স্বাধীনভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি। টিম ম্যানেজমেন্টে যারা আছেন, তারা আমাদের চাহিদা বোঝেন, আর আমরাও বুঝতে পারছি আমাদের কী করতে হবে।’

জিম্বাবুয়ে ও বাংলাদেশের সঙ্গে টানা দুই ম্যাচ হেরে শ্রীলঙ্কা এখন খাদের কিনারে। তবে সাকিবের ধারণা, জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াতে সক্ষম, ‘শ্রীলঙ্কার জন্য পরের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। জিম্বাবুয়ে জিতে গেলে ফাইনালে তাদের মুখোমুখি হবো আমরা। মানসিকভাবে জিম্বাবুয়ে এগিয়ে থাকলেও শ্রীলঙ্কা পারবে না এটা বলা যাবে না। ওদের কয়েকজন ভালো খেলোয়াড় আছে, যাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা আছে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
প্রার্থীর অভিযোগে পাল্টানো হলো নির্বাচন কর্মকর্তা
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
অ্যান্টার্কটিকায় তেলের বিশাল ভাণ্ডার পেয়েছে রাশিয়া?
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
ডোনাল্ড লু তার দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন: ওবায়দুল কাদের
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
মুদি দোকানির গুদামে মিললো ভারত থেকে চুরি করে আনা ১২৯২ বস্তা চিনি
সর্বাধিক পঠিত
শুক্রবারও চলবে মেট্রোরেল
শুক্রবারও চলবে মেট্রোরেল
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
সজনে পাতা খেলে মিলবে এই ১২ উপকারিতা
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
রংপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল 
সাকিব-তামিমের কারণে দলের পরিবেশ নষ্ট হয়েছে: ইমরুল