X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘তামিম-মুশফিকের সঙ্গে প্রতিযোগিতা উপভোগ করি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৮, ২২:০৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৮, ২২:২৩

প্রিয় বন্ধু তামিমের সঙ্গে লড়াই উপভোগ করেন সাকিব। ছবি-বিসিবি তামিম-সাকিব-মুশফিক বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ। ভক্তদের বহুবার জয়ের আনন্দে ভাসিয়েছেন তারা। বেশি রান করা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা হয়, আর সেই প্রতিযোগিতা দারুণ উপভোগ করেন সাকিব।

শুক্রবার সাকিব-তামিম দুই বন্ধু দুটি মাইলফলক স্পর্শ করেছেন। সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার এবং তামিম পৌঁছেছেন ১১ হাজার রানের মাইলফলকে। অন্যদিকে মুশফিকের মোট রান ৮ হাজার ৯০৯।

তিন জনের প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলনে সাকিব বললেন, ‘এই স্বাস্থ্যকর প্রতিযোগিতা আমার কাছে খুব জরুরি মনে হয়। এমন প্রতিযোগিতা দলের জন্যও  ভালো। আমাদের তিনজনের রান খুব কাছাকাছি। প্রতি ম্যাচেই আমাদের চিন্তা থাকে কে বেশি রান করবে। স্কোরবোর্ডে যার বেশি রান থাকে, দিনশেষে সে স্বস্তিতে থাকে। এটা খুব ভালো একটা দিক। আমার কাছে মনে হয়, আমাদের তিনজনের এই প্রতিযোগিতা খুব ভালো। এটা যত দিন চলবে, আমাদের দল তত ভালো খেলবে।’

দুই বছর আগেও সাকিব আর তামিমের রান কাছাকাছি ছিল। কিন্তু এখন সাকিব কিছুটা পিছিয়ে পড়েছেন বন্ধুর চেয়ে। এ বিষয়ে তার অভিমত, ‘একজন ওপেনার বেশি রান করবেই। আর ৫-৬ নম্বরে নেমে রান করা কঠিন। তবে তিন নম্বরে নামার ফলে আমার রানও ভালো হবে।’

তিন ফরম্যাট মিলিয়ে ২৯৪ ম্যাচে (টেস্ট ৫১, ওয়ানডে ১৮২ ও টি-টোয়েন্টি ৬১)  সাকিবের এখন ১০ হাজার ১ রান। সংবাদ সম্মেলনে এই অর্জনের কথা জেনে তার প্রতিক্রিয়া, ‘আলহামদুলিল্লাহ! ল্যান্ডমার্ক ছুঁতে পারলে অবশ্যই ভালো লাগে। আরও মাইলফলক ছোঁয়ার চেষ্টা করবো।’

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়ের পর শ্রীলঙ্কানদের বিপক্ষে ১৬৩ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাট-বল হাতে জ্বলে উঠেছেন সাকিব। টুর্নামেন্টে রান করেছেন ১০৪ (৬৭+৩৭), আর উইকেট শিকার ৬টি। দুই ম্যাচেই সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়ে তার অনুভূতি, ‘দলের জয়ে অবদান রাখতে সবসময় ভালো লাগে। এই টুর্নামেন্টে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ভালো পারফর্ম করছি। ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
আঙুরের গোড়া কালো হয়ে যাচ্ছে? জেনে নিন টিপস
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
টেকনাফে ১০ জন কৃষক অপহরণের ঘটনায় ২ জন আটক
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
এরদোয়ানের যুক্তরাষ্ট্র সফর, যা জানা গেলো
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
যুক্তরাষ্ট্রের টি-টোয়েন্টি দলে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!
শাকিব খান: নির্মাতা-প্রযোজকদের ফাঁকা বুলি, ভক্তরাই রাখলো মান!