X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

‘মেসির আগে রোনালদিনহোর মতো কেউ ছিল না’

স্পোর্টস ডেস্ক
২০ জানুয়ারি ২০১৮, ১৬:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৬:০৬

রোনালদিনহোর সঙ্গে গার্দিওলা মেসিতে মুগ্ধ তিনি সবসময়। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে কেন্দ্র করেই বার্সেলোনায় পেপ গার্দিওলা ভিজেছেন সাফল্যের বৃষ্টিতে। ফুটবল দুনিয়ায় মেসি আসার আগে ম্যানচেস্টার সিটি কোচ মুগ্ধ নয়নে উপভোগ করেছেন রোনালদিনহোর খেলা।

বার্সেলোনায় গার্দিওলার যখন শুরু, রোনালদিনহোর তখন শেষ। সময়ের পালা বদলে এবার ফুটবল থেকেই অবসরে যাচ্ছে ব্রাজিলিয়ান তারকা। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের ভাই অবসরের খবর নিশ্চিত করেছেন। নিজের সেরাটা দিয়ে ফুটবলকে আলোকিত করা রোনালদিনহোকে শ্রদ্ধা জানিয়েছেন গার্দিওলা। ফুটবলে তার অবদানের কথা তুলে ধরে ম্যানসিটি কোচ জানিয়েছেন, মেসির আগে ফুটবলে রোনালদিনহোর মতো কেউ ছিলেন না।

বার্সেলোনার তখন বড্ড খারাপ সময় চলছিল। শিরোপা খরায় হারিয়ে খুঁজছিল নিজেদের। রোনালদিনহোর ছোঁয়ায় সোনালী দিন ফেরে ন্যু ক্যাম্পে। টানা দুইবার লা লিগার জেতার সঙ্গে চ্যাম্পিয়নস লিগও ঘরে ওঠে বার্সেলোনার। কাতালানদের সুদিন ফেরার পথে ব্রাজিলিয়ান তারকার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গার্দিওলা তুলে ধরেছেন নিউক্যাসলের বিপক্ষে ম্যাচের সংবাদ সম্মেলনে।

সাবেক বার্সেলোনা কোচের বক্তব্য, ‘হোয়ান লাপোর্তা বার্সেলোনার সভাপতি হওয়ার পর বড় ভূমিকা রেখেছিলেন। তারই সই করানো রোনালদিনহো মাঠে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে বার্সেলোনার হয়ে। কয়েকটি ব্যর্থ বছর পার করার পর সে ক্লাবের আত্মমর্যাদা ফেরানোর পথে সাহায্য করেছিল।’

মেসির প্রশংসা সবসময় ঝরে গার্দিওলার মুখে। ম্যানসিটি কোচের মতে, আর্জেন্টাইন ফরোয়ার্ডের আগে রোনালদিনহো ছিলেন অনন্য, ‘রোনালদিনহো অন্য পর্যায়ের খেলোয়াড়। মেসি আসার আগে, সত্যি বলতে এমন (রোনালদিনহোর মতো) কোনও কিছু আমি দেখিনি।’ শুভকামনাও জানিয়ে রাখলেন অবসরে যাওয়া বিশ্বকাপ জয়ী তারকাকে, ‘ভবিষ্যতের জন্য শুভকামনা। ও দুর্দান্ত ভূমিকা রেখেছে, আর সেটা শুধু বার্সেলোনা নয়, গোটা ফুটবল বিশ্বের জন্যই।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
পরোয়ানা জারির ৬ বছর পর উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ