X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

এবারের লিগে ভালো আম্পায়ারিং হবে: কাজী ইনাম আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৮:১৫আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৮:২৬

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। ছবি-রবিউল ইসলাম আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। এবারের লিগে ভালো আম্পায়ারিংয়ের প্রত্যাশা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদের কণ্ঠে।

শনিবার লিগের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা সবাই চাই ভালো আম্পায়ারিং। বোর্ড সভাপতি থেকে পরিচালক সবার এটাই প্রত্যাশা। গত বছর ক্লাবগুলোর ব্যক্তিগত ক্যামেরার পাশাপাশি আমাদের কিছু ক্যামেরা ছিল। এবারও আমাদের ক্যামেরা থাকবে। গত বছর আম্পায়ারিং নিয়ে ক্লাবগুলোর তেমন অভিযোগ ছিল না। আশা করি, এবারও সব ক্লাব আম্পায়ারদের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকবে। আমি আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে ভালো আম্পায়ারিং নিয়ে আশস্ত করেছেন। ইনশাল্লাহ এবার আমরা ভালো আম্পায়ারিং দেখার সুযোগ পাবো। সব ক্লাবের প্রত্যাশা গোছানো, সুন্দর একটা প্রিমিয়ার লিগ। আশা করি, সকলের সহযোগিতায় আমরা দারুণ একটা লিগ আয়োজন করতে পারবো।’

আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন থাকলেও বিদেশ থেকে আম্পায়ার আনার কোনও পরিকল্পনা নেই সিসিডিএমের। বরং স্থানীয় আম্পায়ারদের মান বাড়াতে ঘরোয়া ক্রিকেটে তাদের অংশগ্রহণ জরুরি বলে মনে করেন সিসিডিএম চেয়ারম্যান, ‘আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার আগে আম্পায়ার কিংবা কোচিং স্টাফরা যথাযথ অংশগ্রহণের সুযোগ না পেলে ভালো করতে পারবেন না। বিপিএলে বিদেশি আম্পায়ার এলেও ঢাকা প্রিমিয়ার লিগের জন্য বিদেশি আম্পায়ার আনার সম্ভাবনা নেই।’

দুই বছর পর এবার প্লেয়ারস ড্রাফটের মাধ্যমে পছন্দের ক্রিকেটারকে দলে নিতে পেরেছে ক্লাবগুলো। সিসিডিএম চেয়ারম্যান মনে করেন, গ্রেডিং ও পারিশ্রমিক নির্ধারণে নির্বাচকরা দারুণ সফল, ‘ঢাকা লিগের ব্যয় বহন করা অনেক ক্লাবের পক্ষে কঠিন হয়ে পড়ছিল। খেলোয়াড়দের চাহিদা পূরণ করা ক্লাবগুলোর পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই খেলোয়াড়দের সঙ্গে কথা বলে নির্বাচকরা এবার পারিশ্রমিক নির্ধারণ করেছেন। আমরা মনে করি, এখন দুই পক্ষই সন্তুষ্ট।’

১৭ জানুয়ারির মধ্যে ক্লাবগুলো ধরে রাখা খেলোয়াড়দের ৫০ ভাগ পারিশ্রমিক পরিশোধ করেছে। ভবিষ্যতে ক্লাবগুলোর কাছ থেকে এমন সহযোগিতাই চান কাজী ইনাম আহমেদ, ‘ক্লাবগুলোকে আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের কাছ থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। ১৭ তারিখে ক্লাবগুলো রিটেইন করা খেলোয়াড়দের পারিশ্রমিক ৫০ ভাগ পরিশোধ করেছে। আশা করি, আগামীতে তারা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’

সিসিডিম চেয়ারম্যান আরও জানালেন, ‘আমরা এবার একটি ক্লজ রেখেছি। এই ক্লজের মাধ্যমে দুটি ক্লাব ইচ্ছে করলে আলোচনার ভিত্তিতে খেলোয়াড়দের বদল করতে পারবে।’

বিপিএলের আদলে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন প্রসঙ্গে তিনি বলেছেন, ‘স্থানীয় খেলোয়াড়দের বিপিএল ছাড়া অন্য কোনও টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ নেই। তাই ঢাকা লিগের পর আমরা একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করবো।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
প্রিমিয়ার ব্যাংকের নতুন এমডি মোহাম্মদ আবু জাফর
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
উচ্চশিক্ষা শেষে দেশে কাজ করার আহ্বান
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
কোড সামুরাই হ্যাকাথনের দ্বিতীয় পর্বের ফল প্রকাশ, ৪৬ দল নির্বাচিত
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ