X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

‘মাঠে মাশরাফি-সাকিব সিদ্ধান্ত নিলেই ভালো হয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৯:৪১আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৯:৪৭

বাংলাদেশ দলের অনুশীলনে হালকা মেজাজে সাকিব-মাশরাফি। ছবি-বিসিবি সাকিব আল হাসান এখন বাংলাদেশের টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক। মাশরাফি মুর্তজা তো অনেক দিন ধরেই ওয়ানডে দলের নেতৃত্বে। বাংলাদেশ দলের টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, মাঠে কোনও অধিনায়কের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার ইচ্ছে নেই তার।

দক্ষিণ আফ্রিকা সফরের সময় মাঠের ভেতরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের হস্তক্ষেপ নিয়ে সংবাদ সম্মেলনে পরোক্ষে ক্ষোভ প্রকাশ করেছিলেন সাবেক টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। বিসিবি কর্মকর্তারা বিষয়টি ভালোভাবে নেননি। এরপর হঠাৎ করেই হাথুরুসিংহে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবির কাছে।

শুক্রবার ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করার পর সাকিব বলেছেন, ‘আগে আমরা স্বাধীন ছিলাম না, এটা ভাবার কোনও কারণ নেই। তবে এখন আমরা স্বাধীনভাবে খেলার পাশাপাশি মাঠে সিদ্ধান্তও নিতে পারি!’

শনিবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ারস ড্রাফট অনুষ্ঠানে এ প্রসঙ্গে সুজনের মন্তব্য, ‘মাশরাফি আর সাকিব অভিজ্ঞ ক্রিকেটার। তারা দুজন মিলে মাঠে সিদ্ধান্ত নিলেই ভালো হয়। তারা বাইরে থেকে আমাদের কিছু জিজ্ঞেস করলে আমরা  পরামর্শ দিতে পারি। আমরা ফিল্ডিং পজিশন কিংবা প্রতিপক্ষ ব্যাটসম্যানকে কোথায় বল করলে ভালো হয়, সেটা বলতে পারি। অনেক সময় ক্রিকেটাররা মাঠে গিয়ে কিছু ব্যাপার ভুলে যায়, আমরা সেটা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা আসলে ক্রিকেটারদের খেলা, ওরা মাঠে গিয়ে খেলে বলেই বাংলাদেশ ভালো করে। সিদ্ধান্ত-দায়িত্ব সব কিছু তাদেরই।’

জিম্বাবুয়ে আর শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচে স্বাধীনভাবে খেলার পাশাপাশি মাঠে পরিকল্পনার সফল বাস্তবায়ন করেছে বাংলাদেশ। এ বিষয়ে টেকনিক্যাল ডিরেক্টর বললেন, ‘মাঠের ভেতরে সিদ্ধান্ত ক্রিকেটারদেরই নিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব-তামিম-মাশরাফি-মুশফিক-রিয়াদের অভিজ্ঞতার যোগফল বোধহয় ৬০ বছর হবে। তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ তাদেরই কাজ, যেহেতু তারা মাঠে খেলছে। অধিনায়ক হয়তো বিশেষ কোনও বোলারকে দিয়ে শেষ ওভার করানোর পরিকল্পনা করছে। তার আগে আমি মেসেজ পাঠালে অধিনায়কের মনে সংশয় জাগতে পারে। আমি চাই না কোনও ধরনের সংশয় দেখা দিক।’

বর্তমানে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ কেমন জানতে চাইলে সুজন বললেন, ‘এখন ড্রেসিংরুমের পরিবেশ দারুণ উপভোগ্য। হয়তো স্বাধীনতা আগের চেয়ে একটু বেশিই পাচ্ছে ক্রিকেটাররা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা