X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফাইনালের আশা বাঁচিয়ে রাখলো শ্রীলঙ্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ১৯:২৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৯:৪৪

কুশল পেরেরা ও কুশল মেন্ডিসের জুটি শ্রীলঙ্কার জয়ে সবচেয়ে বড় অবদান রাখে অবশেষে বছরের প্রথম জয়ের দেখা পেলো শ্রীলঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ে ত্রিদেশীয় সিরিজেও টিকে থাকলো দিনেশ চান্ডিমালের দল। রবিবার সিরিজের প্রথম জয় তারা পেয়েছে ৫ উইকেটে।

জিম্বাবুয়েকে ১৯৮ রানে বেধে দেওয়ার পর ৪৪.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ৫ উইকেটে তারা করে ২০২ রান।

ত্রিদেশীয় সিরিজে টিকে থাকতে জিততেই হতো শ্রীলঙ্কাকে। এ সমীকরণ মাথায় রেখে প্রতিপক্ষকে তারা দুইশ রানের আগেই গুটিয়ে দেয়। থিসারা পেরেরা ও নুয়ান প্রদীপের বলে আগের ম্যাচের মতো লড়াকু ইনিংস গড়তে পারেনি জিম্বাবুইয়ানরা।

ব্রেন্ডন টেলরের ৫৮ ও অধিনায়ক গ্রায়েম ক্রেমার (৩৪) কেবল প্রতিরোধ গড়েছিলেন। থিসারা ৪টি ও নুয়ান ৩টি উইকেট নেন।

৪ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ১৯৮ রানে বেধে দেন থিসারা পেরেরা ১৯৯ রানের লক্ষ্যে ছুটতে গিয়ে ৩৩ রানে লঙ্কানরা প্রথম উইকেট হারায়। তবে দুই কুশলের ব্যাটে ওই ধাক্কা সামলে নেয় তারা। কুশল পেরেরা ও কুশল মেন্ডিস গড়েন পঞ্চাশ ছাড়ানো জুটি। যদিও হাফসেঞ্চুরি না হওয়ার আক্ষেপে পুড়তে হয়েছে কুশল পেরেরাকে। ৭০ রানের জুটি গড়ে তিনি ফিরেছেন ব্যক্তিগত ৪৯ রানে। ব্লেসিং মুজারাবানির শিকার হন তিনি।

এ ধাক্কার রেশ বেশ কিছুক্ষণ ছিল। ১৪ রানের ব্যবধানে তিন উইকেট হারায় তারা। কুশল মেন্ডিসের সঙ্গে নিরোশান ডিকবেলার জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। মুজারাবানি তার পরের ওভারে কুশল মেন্ডিসের (৩৬) অফ স্টাম্প উপড়ে ফেলেন। ডানহাতি এই পেসার আরও একটি উইকেট তুলে নেন পরের ওভারে। ডিকবেলা ফেরেন ৭ রানে।

অধিনায়ক দিনেশ চান্ডিমাল এরপর খুব সতর্ক হয়ে খেলেছেন আসেলা গুনারত্নেকে নিয়ে। যদিও দলীয় ১৪৫ রানে পঞ্চম উইকেট হারায় শ্রীলঙ্কা। গুনারত্নে আউট হন কাইল জার্ভিসের বলে।

চান্ডিমাল ও থিসারা অপরাজিত ৫৭ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। চান্ডিমাল ৩৮ ও থিসারা ৩৯ রানে অপরাজিত ছিলেন। ২৬ বলে ১ চার ও ৩ ছয় মারেন থিসারা।

সিরিজে তৃতীয় ম্যাচ খেললো জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। এই ম্যাচ হারলেও পয়েন্ট টেবিলের দুই নম্বরেই আছে জিম্বাবুইয়ানরা। তাদের সমান ৪ পয়েন্ট নিয়ে শেষ দল লঙ্কানরা। নেট রানরেটে তারা পিছিয়ে। জিম্বাবুয়ের নেট রানরেট -০.৮৯২, আর শ্রীলঙ্কার -০.৯৮৯।

দুই দলই তাদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশের বিপক্ষে। আগামী ২৩ জানুয়ারি জিম্বাবুয়ে, আর শ্রীলঙ্কা স্বাগতিকদের মুখোমুখি হবে ২৫ জানুয়ারি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
‘আশ্রয়ণ’: গ্রামীণ বসতি রূপান্তরের প্রাতিষ্ঠানিক সমন্বয়
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ছক্কা মেরেও আউট হলেন মুশফিক !
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
রামরুর কর্মশালায় বক্তারাঅভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের দেশের উন্নয়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করতে হবে
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা