X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ব্যাটিং নিয়ে এখনও শ্রীলঙ্কার দুশ্চিন্তা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৮, ২১:৫৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২১:৫৭

টানা তৃতীয় ম্যাচে ব্যর্থ উপুল থারাঙ্গা ১৭ রান করেই বোল্ড ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে শ্রীলঙ্কা। তবে ৩১ বল হাতে রেখে জিতলেও ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা দূর হয়নি বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্ডিমাল।

ইনজুরিতে পড়া অ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায় নেতৃত্ব পাওয়া চান্ডিমাল সংবাদ সম্মেলনে  বললেন, ‘আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে আমাদের হাতে তিন দিন সময় আছে। এখন ব্যাটিং নিয়েই আমাদের সবচেয়ে দুশ্চিন্তা। আমাদের ব্যাটসম্যানদের জ্বলে উঠতে হবে। তবে আমার বিশ্বাস, তারা শুরুটা ভালো করতে পারলে আমরা বড় স্কোর গড়তে পারবো।’

টানা দুই ম্যাচ হেরে খাদের কিনারে দাঁড়িয়েছিল শ্রীলঙ্কা। এই জয় তাই আনন্দের চেয়ে স্বস্তিই বেশি দিচ্ছে চান্ডিমালকে, ‘প্রথম দুই ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো খুব কঠিন ছিল আমাদের জন্য। সবাই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, তার সুফলও পেয়েছি আমরা।’ যদিও বোনাস পয়েন্ট সহ জিততে না পেরে কিছুটা আক্ষেপ তার কণ্ঠে, ‘ওদের ইনিংস শেষে বোনাস পয়েন্ট নিয়ে জয়ের পরিকল্পনা করেছিলাম আমরা। কিন্তু ২৫ ওভারের পর ব্যাটিং করা কঠিন হয়ে পড়ে, যে কারণে পরিকল্পনায় বদল করতে হয়েছে। শেষ পর্যন্ত জয়টাই বড় ব্যাপার।’

৩৩ রানে চার উইকেট নেওয়ার পর ৩৯ রানে অপরাজিত থাকা থিসারা পেরেরার প্রশংসাও করলেন চান্ডিমাল, ‘পেরেরা অভিজ্ঞ খেলোয়াড়, সে ব্যাটসম্যান-বোলার দুই ভূমিকায় তার দায়িত্ব ভালোভাবে পালন করছে। ম্যাথুজের অনুপস্থিতিতে তার কাছ থেকে এমন পারফরম্যান্সই আশা করে দল। আমরা পেরেরার পারফরম্যান্সে দারুণ খুশি।’

সবশেষে চন্ডিকা হাথুরুসিংহের কোচিং নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বললেন, ‘হাথুরুসিংহের সঙ্গে কাজ করা আনন্দদায়ক, ক্রিকেটে তার অসাধারণ জ্ঞান। তিনি আমাদের দলের সম্পদ। আমি নিশ্চিত, ভবিষ্যতে তার অধীনে শ্রীলঙ্কা অনেক ভালো দল হয়ে উঠবে।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী