X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অস্ট্রেলিয়ার টেস্ট দলে ঝাই রিচার্ডসন

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৬:৩৩আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৭:০৫

ঝাই রিচার্ডসন টি-টোয়েন্টি ও ওয়ানডের পর টেস্টেও অভিষেক হতে যাচ্ছে ঝাই রিচার্ডসনের। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের দলে তাকে রেখেছেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা।

২১ বছর বয়সী রিচার্ডসন মাত্র ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তবে বিগব্যাশ লিগ শুরুর আগে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে চারটি শেফিল্ড শিল্ড ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনে অনুপ্রাণিত রিচার্ডসনকে ওই টুর্নামেন্টে দেখে মুগ্ধ হয়েছিলেন দলের অধিনায়ক স্টিভেন স্মিথ। গত শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে অভিষিক্ত হন এই তরুণ পেসার। আন্তর্জাতিক ক্যারিয়ারে দুটি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি।

অ্যাশেজ সিরিজে বলার মতো পারফরম্যান্স না করলেও জায়গা ধরে রেখেছেন ক্যামেরন ব্যানক্রফট ও পিটার হ্যান্ডসকম্ব। ইংল্যান্ডের বিপক্ষে গ্যাবা টেস্টে স্ট্যান্ডবাই থাকা গ্লেন ম্যাক্সওয়েল এবারও নেই।

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত টেস্ট দল থেকে কেবল ডেভিড ওয়ার্নার খেলবেন ৭ ফেব্রুয়ারি শুরু ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। সেখানে এই ওপেনার ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকবেন। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ওয়ানডে সিরিজ শেষে বিশ্রাম নেবেন নিয়মিত অধিনায়ক স্মিথ। ৫ মার্চ থেকে শুরু চার ম্যাচের টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকাকে মোকাবিলার আগে পূর্ণ প্রস্তুতি নেওয়াই তার এ বিশ্রামের কারণ। ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, ক্যামেরন ব্যানক্রফট, জ্যাকসন বার্ড, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, জন হল্যান্ড, উসমান খাজা, নাথান লায়ন, মিচেল মার্শ, শন মার্শ, টিম পেইন (উইকেটরক্ষক), ঝাই রিচার্ডসন, মিচেল স্টার্ক।

ত্রিদেশীয় সিরিজের টি-টোয়েন্টি দল: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, বেন ডারশুইস, ট্রাভিস হেড, ক্রিস লিন, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, ডি’আর্চি শর্ট, বিলি স্ট্যানলেক, মার্কুস স্তোইনিস, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
‘হিট ইমারজেন্সি’ জারির আহ্বান সাইফুল হকের
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
সর্বাধিক পঠিত
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়