X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জোকোভিচের বিদায়, শেষ আটে ফেদেরার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০১৮, ১৮:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ২০:৫৭

চুংয়ের কাছে হেরে বিদায় নিলেন জোকোভিচ মেলবোর্নে ষষ্ঠ শিরোপা হাতে নেওয়ার পথে আরেকটু এগিয়ে গেলেন রজার ফেদেরার। তার দরকার আর তিনটি জয়, তাহলেই অস্ট্রেলিয়ান ওপেনের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারবেন দ্বিতীয় বাছাই। ইনজুরিতে ভোগা নোভাক জোকোভিচের বিদায় ছিল সোমবারের সবচেয়ে বড় অঘটন।

এদিন হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ফেদেরার। বিশ্বের ৮০ নম্বর র‌্যাংকিংধারীর বিপক্ষে সরাসরি সেটে জিতেছেন ১৯টি গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। রড লেভার অ্যারেনায় দুর্দান্ত পারফরম্যান্সে দুই ঘণ্টা ১ মিনিটে লড়াই শেষ করেছেন ফেদেরার। জিতেছেন ৬-৪, ৭-৬ (৭-৩), ৬-২ গেমে।

সুইস তারকার সঙ্গে টমাস বার্ডিচ কোয়ার্টার ফাইনালে ওঠায় গতবারের তৃতীয় রাউন্ডের পুনরাবৃত্তি হচ্ছে এই আসরে। মেলবোর্ন পার্কে গত বছর শেষ ৩২ এ বার্ডিচকে হারান ফেদেরার। এবার তাদের মুখোমুখি লড়াইটা হচ্ছে শেষ আটে। শেষ ষোলোর লড়াইয়ে এদিন ফ্যাবিও ফগনিনির বিপক্ষে ৬-১, ৬-৪, ৬-৪ গেমে জিতেছেন বার্ডিচ।

ফেদেরারের উচ্ছ্বাস মঙ্গলবার চতুর্থ রাউন্ডের অন্য দুই ম্যাচ শেষ হয়েছে বড় চমকে। দক্ষিণ কোরিয়ার হিয়ন চুং বিদায় করেছেন ছয়বারের চ্যাম্পিয়ন জোকোভিচকে। চোট নিয়েও তৃতীয় রাউন্ড পার হয়েছিলেন সার্ব তারকা, কিন্তু পারলেন না শেষ ষোলোতে। প্রথম সেটের পর ডান কনুইয়ের চিকিৎসা নিতে হয়েছে তাকে। ব্যথায় বেশ অস্বস্তি নিয়ে খেলতে হচ্ছিল জোকোভিচকে। কিন্তু দুর্দান্ত চুংয়ের কাছে আর পেরে ওঠেননি।

৩০ বছর বয়সী এ সার্ব তারকাকে ৭-৬ (৭-৪), ৭-৫, ৭-৬ (৭-৩) গেমে হারিয়ে প্রথম কোরিয়ান হিসেবে একটি গ্র্যান্ড স্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন ২১ বছর বয়সী চুং। শেষ আটে তার জন্য অপেক্ষা করছে এদিনের আরেক চমক টেনিস স্যান্ডগ্রেন। র‌্যাংকিংয়ে ৯৭ নম্বরে থাকা এ আমেরিকান ৬-২, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-৭ (৭-৯), ৬-৩ গেমে হারিয়েছেন পঞ্চম বাছাই ডেভিড থিয়েমকে।

শেষ ষোলো জেতার পর হালেপের উদযাপন মেয়েদের এককে শেষ ষোলোর পরীক্ষায় উতরে গেছেন তারকারা। আগের রাউন্ডে মারিয়া শারাপোভাকে বিদায় করা কেরবার উঠেছেন কোয়ার্টার ফাইনালে। সু-ওয়ে সিয়েকে ৪-৬, ৭-৫, ৬-২ গেমে হারান এ জার্মান। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে তার প্রতিপক্ষ ম্যাডিসন কিস। ১৭তম এ আমেরিকান বাছাই ৬-৩, ৬-২ গেমে হারান ক্যারোলিন গার্সিয়াকে। শীর্ষ বাছাই সিমোনা হালেপ ৬-৩, ৬-২ গেমে জিতেছেন নাওমি ওসাকার বিপক্ষে। শেষ আটে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করেছেন ক্যারোলিনা প্লিসকোভা। স্বদেশী বারবোরা স্ত্রাইকোভাকে ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন এ চেক তরুণী।  বিবিসি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী