X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

অধিনায়ক মাশরাফির রেকর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৮, ২০:১১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ২০:৪১

রেকর্ড ৩০তম জয়ে নেতৃত্ব দিয়ে সতীর্থদের নিয়ে ফিরছেন মাশরাফি। ছবি-বিসিবি মাশরাফি মুর্তজা এখন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক। হাবিবুল বাশারকে পেছনে ফেলে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড গড়েছেন অধিনায়ক মাশরাফি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে ৯১ রানে হারিয়েছে বাংলাদেশ। মাশরাফির নেতৃত্বে টাইগারদের এটা ৩০তম জয়। ৬৯ ওয়ানডেতে অধিনায়কত্ব করা হাবিবুল ২৯টি জয় উপহার দিয়েছেন দলকে। বর্তমান নির্বাচক হাবিবুলের রেকর্ড ভেঙে দিতে মাশরাফির প্রয়োজন হয়েছে ৫৩ ম্যাচ।

২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ‘দুই অধিনায়ক’ যুগের সূচনা বাংলাদেশের ক্রিকেটে। সেই সময় মুশফিকুর রহিমকে সরিয়ে ওয়ানডের নেতৃত্বে আনা হয় মাশরাফিকে। আর ‘নড়াইল এক্সপ্রেস’-এর অধিনায়কত্বেই ঘুরে দাঁড়ায় টাইগাররা।

জিম্বাবুয়েকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশকে আর পেছনে তাকাতে হয়নি। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে উঠে যায় কোয়ার্টার ফাইনালে। শেষ আটের লড়াইয়ে বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ভারতের কাছে হার মানলেও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছিল মাশরাফির দল।

বিশ্বকাপ শেষে দেশে ফিরে ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশের জয়যাত্রার সূচনা। এরপর ভারত আর দক্ষিণ আফ্রিকাও হার মেনেছিল ৫০ ওভারের ক্রিকেটে। ওয়ানডেতে একটানা সাফল্য পেয়ে র‌্যাংকিংয়ে সেরা আটে থেকে সরাসরি চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার সুযোগও পেয়েছিল টাইগাররা।

মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ এখন ওয়ানডে ক্রিকেটে সমীহ জাগানো শক্তি। ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচ বোনাস পয়েন্ট সহ জিতে সহজেই জায়গা করে নিয়েছে ফাইনালে। মঙ্গলবার টানা তৃতীয় জয়ের আনন্দের সঙ্গে যোগ হলো মাশরাফির রেকর্ড গড়ার উচ্ছ্বাস।

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
বাংলাদেশের উন্নয়ন-সহযোগী হিসেবে দ্রুত জায়গা করে নিচ্ছে ফ্রান্স
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
পুরান ঢাকার কেমিক্যাল কারখানা সরাতে ব্যবস্থা গ্রহণের সুপারিশ
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ওরসে ঝগড়া, সেই শত্রুতায় ছুরিকাঘাতে যুবককে হত্যা
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
ন্যাপ বাস্তবায়নে উন্নত দেশগুলোর প্রতি পর্যাপ্ত সহায়তার আহ্বান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা