X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফের পেছালো হকির দলবদল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩৮

পেছালো হকির দল বদল আবার পেছানো হয়েছে হকির দলবদল। আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারি প্রিমিয়ার হকি লিগের দলবদল হওয়ার কথা থাকলেও ফের পাল্টানো হয়েছে এর তারিখ। বৃহস্পতিবার বিকালে লিগ কমিটির প্রথম সভাতেই জিমি-চয়নদের দলবদলের নতুন তারিখ নির্ধারণ হয়েছে। আগামী ২৭ থেকে ২৯ মার্চ হবে দলবদল।

মার্চের শেষে দলবদলের পর ক্লাব কাপ হবে এপ্রিলের শুরুতে।  তারপর টার্ফে গড়াবে লিগ।  দলবদল পেছানোর কারণ হিসেবে ক্লাবগুলোর আবেদনই বেশি বিবেচনায় এসেছে।  দলগুলোর দাবি ছিল- জাতীয় দল বিদেশে খেলে আসার পর যেন দলবদল হয়।  যে কারণে পিছিয়ে দেওয়া হয়েছে এই তারিখ।  এছাড়া আগামী ৯ থেকে ১৬ মার্চ ওমানে এশিয়ান গেমসের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে।

এ প্রসঙ্গে আবাহনীর কর্মকর্তা জাকি আহমদ রিপন বলেছেন, ‘যত সিদ্ধান্ত হয়েছে সব সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছে।  কেউ প্রতিবাদ জানায়নি।  আমি ১৪-১৫ বছর লিগ কমিটিতে আছি। এবারের মতো সবাই বিভিন্ন বিষয়ে যে ঐক্যমত প্রকাশ করেছে, তা আগে দেখিনি।’

লিগ কমিটির সভাতে আরও কিছু সিদ্ধান্ত হয়েছে।  বিদেশি খেলোয়াড়দের নিবন্ধন কোটা বাড়ানো হয়েছে। এবার বিদেশি নিবন্ধন করা যাবে ৭ জন।  একাদশে খেলতে পারবে ৪ জন। গতবার ৫ জনকে নিবন্ধন করা হয়েছিল এবং ৫ জনই খেলেছিল।

লিগ কমিটির সম্পাদক কাজী মইনুজ্জামান পিলা সভা শেষে জানান, ‘গতবার অনেক বিদেশি খেলোয়াড় চোটে পড়েছিল। তাই ক্লাবগুলোর সমস্যা হয়েছে।  মাঝপথে বিদেশি নেওয়া যায়নি।  তাই এবার বেশি বিদেশি খেলোয়াড় নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে।’

জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়ই সার্ভিসেস দলে আছেন। প্রতিটি ক্লাব সার্ভিসেস থেকে তিন কিংবা চারজন খেলোয়াড়কে দলভুক্ত করতে পারবে।  সেটা চূড়ান্ত করবে ফেডারেশন।  এছাড়া বিকেএসপি থেকে প্রত্যেক দল সর্বোচ্চ চার জন খেলোয়াড় নিতে পারবে।  সবাই যেন মোটামুটি মানের দল গড়তে পারে।  লিগটা যাতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়,  সেদিকেই দৃষ্টি সবার।

এছাড়া ক্লাবগুলো প্রিমিয়ার লিগে বিদেশি আম্পায়ার চেয়েছে।  সিদ্ধান্ত অনুযায়ী এবারের ম্যাচ হবে ফ্লাডলাইটে।

 

 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
তিন লাল কার্ডের ম্যাচ নিয়ে কে কী বললেন!
প্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
লোকসভা নির্বাচনপ্রথম ধাপে ভোটের হার ৬০ শতাংশ, সর্বোচ্চ পশ্চিমবঙ্গে
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
ইসরায়েলি বিমান কীভাবে এলো বাংলাদেশে, প্রশ্ন নুরের
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা   
ইরানের ওপর কোনও ক্ষেপণাস্ত্র হামলা হয়নি: ইরানি কর্মকর্তা