X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

২০২১ চ্যাম্পিয়নস ট্রফি হতে পারে বাংলাদেশে!

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৫আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭

চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নামটিও। ২০২১ চ্যাম্পিয়নস ট্রফি আর ২০২৩ বিশ্বকাপের  আয়োজক হিসেবে ভারতের নাম ঘোষিত হয়েছে এরই মধ্যে। কিন্তু কর অব্যাহতি সুবিধা না থাকায় ভারতে এই টুর্নামেন্ট আয়োজন করতে অনিচ্ছা প্রকাশ করেছে আইসিসি। এমনকি বিকল্প ভেন্যুর খোঁজও করছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। চ্যাম্পিয়নস ট্রফির সম্ভাব্য ভেন্যু হিসেবে উঠে এসেছে বাংলাদেশ আর  শ্রীলঙ্কার নাম!

কর অব্যাহতি সুবিধা  অর্থাৎ কর প্রদান না করার  সুবিধা থাকলে লাভ হয় আইসিসির।  ভারতে এই সুবিধা না থাকায় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সেভাবে লাভ করতে পারেনি সংস্থাটি। আইসিসির কাছ থেকে ওই বিশ্বকাপের মিডিয়া স্বত্ব পাওয়া স্টার ইন্ডিয়াকে ১০ শতাংশ কর দিতে হয়েছিল ভারত সরকারকে। কর অব্যাহতি সুবিধা না থাকায় কেটে নেওয়া অংশটুকু আবার আইসিসির কাছ থেকে রেখে দেয় স্টার ইন্ডিয়া। এতে আইসিসির লোকসান হয় দুই কোটি থেকে তিন কোটি ডলার! সেজন্য স্বাভাবিকভাবেই অসন্তুষ্ট ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে নিরুপায়, তবে ভারতীয় সরকার এই কর অব্যাহতি সুবিধার বিরুদ্ধে।

এই অবস্থায় আইসিসি চাইছে ওই সময়ে একই অঞ্চলে টুর্নামেন্ট আয়োজনের। ২০২৩ বিশ্বকাপের এখনও অনেক দেরি। আপাতত চ্যাম্পিয়নস ট্রফির ভেন্যু নিয়ে চিন্তিত আইসিসি। এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে ২০১৯ সালের শেষ দিকে। আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘আইসিসির ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যে এই অঞ্চলে যেন চ্যাম্পিয়নস ট্রফির বিকল্প ভেন্যু খোঁজা হয়। তবে এই সময়ে ভারত সরকারের সঙ্গে বিতর্কিত ইস্যু নিয়েও আলোচনা করবে আইসিসি।’

এর আগেও ভারতে কর অব্যাহতি সুবিধা পেয়েছিল আইসিসি। ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে এই সুবিধা দিয়েছিল ভারত সরকার। একইভাবে ২০১১ বিশ্বকাপেও দেওয়া হয়েছিল একই সুবিধা। তখন আইসিসির হয়ে ভারত সরকারের সঙ্গে মধ্যস্থতা করেন প্রয়াত জগমোহন ডালমিয়া ও এহসান মানি। এবারও তেমন একটি পদক্ষেপের অপেক্ষায় আছে আইসিসি!

 

 

 

/এফআইআর/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
ভাসানটেকে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে চলে গেলেন ৩ জন
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৩৯
পাকিস্তানে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত ৩৯
রাতে নামছে বার্সা-পিএসজি
রাতে নামছে বার্সা-পিএসজি
সর্বাধিক পঠিত
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
কিছু আরব দেশ কেন ইসরায়েলকে সাহায্য করছে?
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ১৮ এপ্রিল
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
৪ দিনেই হল থেকে নামলো ঈদের তিন সিনেমা!
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি