X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চ্যাম্পিয়নস লিগের শেষ আটে ম্যানসিটির এক পা

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ০৩:৫৮

আগুয়েরো সতীর্থদের সঙ্গে গোল উদযাপন করলেন এফসি বাসেলের মাঠে বড় জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি। মঙ্গলবার শেষ ষোলোর প্রথম লেগে সেন্ট জ্যাকব পার্কে গোল উৎসব করেছে ম্যানসিটি। আরেক ম্যাচে জুভেন্টাসকে রুখে দিয়েছে টটেনহ্যাম হটস্পার। নকআউটের প্রথম দিন দারুণ কাটলো দুই ইংলিশ জায়ান্টের।

৪-০ গোলে বাসেলকে উড়িয়ে দিয়েছে ম্যানসিটি। আর দুই গোলে এগিয়ে গিয়েও জুভেন্টাস ২-২ ব্যবধানে ড্র করেছে স্পারদের সঙ্গে।প্রথমার্ধে মাত্র ৯ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনের কর্নার থেকে ১৪তম মিনিটে শক্তিশালী হেডে গোল করেন ইকে গুন্ডোগান। ১৮ মিনিটে রহিম স্টারলিংয়ের ক্রসে বাসেল গোলরক্ষক ভ্যাকলিককে পরাস্ত করেন বার্নার্ড সিলভা। সের্হিয়ো আগুয়েরো ২৩ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া শটে ৩-০ করেন।

বিরতির পর ফিরেই গুন্ডোগান তার দ্বিতীয় গোল করেন। ৫৩ মিনিটে আগুয়েরোর পাস থেকে ডান পায়ের শটে চতুর্থ গোল করেন তিনি। ৭৪ মিনিটে দুর্দান্ত ডাইভে তাকে হ্যাটট্রিক বঞ্চিত করেন ভ্যাকলিক। অবশ্য দলীয় জয়ে তার এই আক্ষেপ ম্লান হয়ে গেছে।

ক্রিস্টিয়ান এরিকসেনের গোলে দারুণ রাত কাটালো টটেনহ্যাম অ্যালিয়েঞ্জ স্টেডিয়ামে জুভেন্টাস শুরুটা করেছিল অসাধারণ। মাত্র ২ মিনিট লেগেছে তাদের এগিয়ে যেতে। পিজানিচের ফ্রি কিক থেকে বক্সে বল পান গনসালো হিগুয়েন, চমৎকার ভলিতে এগিয়ে যায় স্বাগতিকরা। ব্যবধান দ্বিগুণ হতে পাঁচ মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। ৮ মিনিটে স্পাররা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় জুভরা। হিগুয়েন পেনাল্টি শট নেন, গোলরক্ষক বলে হাত লাগালেও সেটা বাঁক খেয়ে ঠিক লক্ষ্য খুঁজে পায়। বিরতির আগেই হাটট্রিক পেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টিতে সফল হননি লক্ষ্যভেদ করতে।

অবশ্য বিরতির আগে গোল ব্যবধান কমায় টটেনহ্যাম। ডেলে আলীর পাস থেকে বুফনকে বোকা বানিয়ে গোল করেন হ্যারি কেন। রোনালদিনহো, দিদিয়ের দ্রগবা, দিয়েগো কস্তা ও সিমোন ইনজাঘিকে (৮) পেছনে ফেলে চ্যাম্পিয়নস লিগের প্রথম ৯ ম্যাচে রেকর্ড ৯ গোল করে ইতিহাস গড়লেন ইংলিশ এই ফরোয়ার্ড। এর আগে তার হেড ২৭ মিনিটে দারুণভাবে রুখে দেন জুভেন্টাস গোলরক্ষক। কিন্তু দ্বিতীয়ার্ধে পারেননি তিনি। স্বাগতিকদের হতাশ করে টটেনহ্যাম সমতায় ফেরে ৭১ মিনিটে। বক্সের ঠিক বাইরে থেকে নিচু ফ্রি কিক থেকে জুভেন্টাসের রক্ষণ ভেঙে গোল করেন ক্রিস্টিয়ান এরিকসেন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নায়কের জন্মদিনে নায়িকারা...
নায়কের জন্মদিনে নায়িকারা...
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
ট্রেনের ৪৫ হাজার টিকিট কিনতে দেড় কোটির বেশি হিট
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
নোয়াখালীতে সনি স্মার্ট-এর শোরুম উদ্বোধন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের