X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ওয়েস্ট ইন্ডিজের সহায়তায় লর্ডসে খেলবে বিশ্ব একাদশ

স্পোর্টস ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৩৯

ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বিশ্ব একাদশ হারিকেন ইরমা, এরপর মারিয়া। অল্প সময়ের ব্যবধানে দুই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ক্যারিবিয়ান দীপপুঞ্জের দুই স্টেডিয়াম। আর সেই স্টেডিয়ামের ক্ষতিপূরণে এগিয়ে এসেছে আইসিসি। স্টেডিয়ামের সংস্কার করতে প্রয়োজন অনেক টাকার। তাই লর্ডসে একটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ৩১ মে বিশ্ব একাদশের মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

ক্ষতিগ্রস্তু স্টেডিয়াম দুটি হলো, অ্যাঙ্গুইলার জেমস রোন্যাল্ড ওয়েব স্টার পার্ক ও ডিমিনিকার উইসডর পার্ক স্টেডিয়াম। লর্ডসে অনুষ্ঠেয় এই ম্যাচটিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হচ্ছে।

এমন ম্যাচ আয়োজন করতে পেরে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সভাপতি ডেভ ক্যামেরন বিবৃতিতে জানিয়েছেন, ‘হারিকেন ইরমা ও মারিয়ার বিধ্বংসী রূপে ক্যারিবিয়ানের পূর্বাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই তাগিদ থেকেই ভাবা হচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কীভাবে কার্যকরভাবে সহায়তার হাত বাড়াতে পারে।’

তিনি আরও যোগ করে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে এমসিসিকে ধন্যবাদ জানাই। একই সঙ্গে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকেও, বিশেষ করে বোর্ড সভাপতি জাইলস ক্লার্ককে, যিনি এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। আমি নিশ্চিত ম্যাচটি দর্শক টানবে ও প্রতিযোগিতামূলক হবে। একইসঙ্গে এমন একটি মঞ্চে পরিণত হবে, যেখানে অনুদান সংগ্রহ করা যাবে।’

ইসিবি চেয়ারম্যান কলিন গ্রেভস দুই বোর্ডের সম্পর্ককে গুরুত্ব দিয়ে বলেছেন, ‘দুই সপ্তাহে পাঁচটি হারিকেন অপ্রত্যাশিত। এই কারণে যে ক্ষতি হয়েছে তাতে সবাই বিস্মিত। আর দুই বোর্ডের যেই সম্পর্ক তাতে সহায়তা করতে মুখিয়ে আছি।’

 

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
পিছিয়ে থেকেও ব্রাজিলিয়ান-গ্রানাডিয়ানের গোলে আবাহনীর দারুণ জয়
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
শিশু হাসপাতালে আগুন: পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
অটোরিকশায় বাসের ধাক্কা, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!