X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

মিরপুরের উইকেট নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯

উইকেট নিয়ে চিন্তা করে নিজেদের চাপে ফেলতে রাজি নন মাহমুদউল্লাহ। ছবি-বিসিবি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে যে কোনও আন্তর্জাতিক ম্যাচের আগে উইকেট নিয়ে আলোচনা হবেই। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগের দিনও আলোচনায় ২২ গজের আয়তক্ষেত্র। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ অবশ্য উইকেট নিয়ে চিন্তা করে নিজেদের চাপে ফেলতে রাজি নন।

বুধবার সংবাদ সম্মেলনে তিনি বললেন, ‘উইকেট নিয়ে চিন্তা করা মানেই নিজেদের চাপে ফেলা। এর ফলে দলের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। এই বিষয়টা এক পাশে সরিয়ে রেখে মাঠে নিজেদের কাজ ঠিকঠাক করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি, মাঠে নেমে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারবো।’

টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের ‘ডট’ বল দেওয়ার প্রবণতা প্রায়ই বিপদে ফেলে দেয় বাংলাদেশকে। গত বছরের কথাই ধরা যাক। ২০১৭ সালে বাংলাদেশের খেলা সাতটি ম্যাচের গড় ‘ডট’ বলের পরিসংখ্যান বিস্ময়কর। প্রতি ম্যাচে ১২০ বলের মধ্যে গড়ে ৪২.১৪টি বল ‘ডট’ দিয়েছিল টাইগাররা। এর মধ্যে নিউজিল্যান্ড সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৫৩টি বল ‘ডট’ দিয়ে বাংলাদেশ করেছিল ১৪১ রান।

মাহমুদউল্লাহও এ বিষয়ে চিন্তিত, ‘টি-টোয়েন্টিতে ডট বলের সংখ্যা বেশি হলে দলের পারফরম্যান্সে তা প্রভাব ফেলে। ব্যাটসম্যানরা যত কম ডট বল দিতে পারবে, তত বেশি রান উঠবে স্কোরবোর্ডে। আমাদের ব্যাটসম্যানদের ডট বল না দিয়ে সিঙ্গেল নিয়ে স্ট্রাইক রোটেট করার দিকে মনোযোগ দিতে হবে। আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ। টি-টোয়েন্টি ক্রিকেটে যে দল এই কাজ করতে পারবে, তাদের সাফল্য পাওয়ার সম্ভাবনা তত বেশি।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি