X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কোহলির ৩৫তম সেঞ্চুরিতে শেষ ম্যাচেও ভারতের জয়

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:২৩আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ০০:২৭

৩৫তম ওয়ানডে সেঞ্চুরি হাঁকিয়েছেন কোহলি। শেষ ম্যাচেও অসহায় আত্মসমর্পণ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ ওয়ানডেতে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়ে সিরিজ ৫-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী ভারত। ম্যাচে ক্যারিয়ারের ৩৫তম সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি।

২০৫ রানের জবাবে খেলতে নেমে দানবীয় ইনিংস খেলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ওয়ানডেতে নিজের দাপটের জানান দিয়েছেন ৩৫তম সেঞ্চুরি তুলে। ৮২ বলে তুলে নিয়েছেন সেঞ্চুরি। দলীয় ৮০ রানে শিখর ধাওয়ানের বিদায়ের পর তৃতীয় উইকেটে আজিঙ্কা রাহানের সঙ্গে ১২৬ রানের জুটি গড়েন কোহলি। কোহলি অপরাজিত থাকেন ১২৯ রানে। দানবীয় ৯৬ বলের এই ইনিংসে ছিল ১৯টি চার ও ২টি ছয়। এছাড়া ৩৪ রানে অপরাজিত ছিলেন রাহানে। ৩২.১ ওভারে চার মেরে নিজস্ব ভঙ্গিতে ম্যাচ শেষ করেন ভারতীয় অধিনায়ক।

এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে ব্যাটিং কন্ডিশনেও কোনও প্রতিরোধ ছিল না প্রোটিয়াদের ব্যাটিংয়ে। সিরিজের প্রথম ম্যাচে খেলতে নামা শারদুল ঠাকুরের বোলিং নৈপুণ্যে ৪৬.৫ ওভারে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। সর্বোচ্চ ৫৪ রান আসে জোন্ডোর ব্যাট থেকে। তার আগ্রাসী ব্যাটিংয়ে এক পর্যায়ে চিন্তার ভাঁজ পড়ে গিয়েছিল ভারতীয় শিবিরে। তবে অপর প্রান্তে কেউ দাঁড়াতে পারেনি বলে বেশিক্ষণ থিতু হননি জোন্ডো। চাহালের বলে দলীয় ১৫১ রানে বিদায় নিলে আরও দ্রুত শেষ হয় স্বাগতিকদের ইনিংস। শেষ দিকে মরনে মরকেল ২০ ও ফেহলুকোয়ায়ো ৩৪ রান করে পুঁজি বাড়াতে সহয়তা করেন।

ভারতীয়দের হয়ে শারদুল ঠাকুর ৫২ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন। দুটি করে উইকেট নেন জাসপ্রিত বুমরাহ ও যুবেন্দ্র চাহাল। ম্যাচসেরা ও সিরিজসেরা হন বিরাট কোহলি।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা