X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

চলছে কোহলি-বন্দনা

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:৫৮

বিরাট কোহলি ব্যাটে বসন্ত চলছে বিরাট কোহলির। আবার সেঞ্চুরি পেয়েছেন ভারতীয় অধিনায়ক। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে তৃতীয় সেঞ্চুরি তুলে নেওয়ার পর এই ব্যাটসম্যানকে প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।

সেঞ্চুরিয়নে সিরিজের ষষ্ঠ ও শেষ ওয়ানডেতে কোহলি খেলেছেন হার না মানা ১২৯ রানের ইনিংস। যাতে ৫০ ওভারের ম্যাচে নিজের সেঞ্চুরি সংখ্যা তিনি নিয়ে গেলেন ৩৫-এ। দক্ষিণ আফ্রিকার মাটিতে এর আগে যেখানে একবারও ছুঁতে পারেননি তিন অঙ্কের ঘর, সেখানে এবার ছয় ম্যাচে পেয়েছেন তিন সেঞ্চুরি। রেকর্ড বই উলটপালট করা এই ব্যাটসম্যানের বন্দনা চলছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে।

সাবেক ক্রিকেটারদের মধ্যে মাইকেল ভনের টু্ইটটি মনে দাগ কেটে নেওয়ার কথা কোহলির। ইংলিশ এই ব্যাটসম্যান ভারতীয় অধিনায়ককে উল্লেখ করেছন ওয়ানডের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে। লিখেছেন, ‘৩৫তম...সর্বকালের সেরা ওয়ানডে খেলোয়াড় বিরাট কোহলি।’

সাবেক ভারতীয় দুই ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণ ও মোহাম্মদ কাইফও ভাসিয়েছেন প্রশংসার বানে। মোহাম্মদ কাইফ লিখেছেন, ‘কিং কোহলি ২০২ ওয়ানডেতে ৩২ সেঞ্চুরি নিয়ে শুরু করেছিল এই সিরিজ। প্রত্যেক ৬.৫ ইনিংসে এক সেঞ্চুরি, যেটা অবিশ্বাস্য। এরপর সে এই সিরিজে ৬ ওয়ানডেতে করলো ৩ সেঞ্চুরি। আমরা ধন্য জাতি, কোহলির মতো কেউ নেই।’

লক্ষ্মণের টুইটটি এমন, ‘এবং সে সেটাই করল, যা সবচেয়ে ভালো সে-ই করতে পারে, সেঞ্চুরি। ৩৫তম শতক, এই সিরিজের তৃতীয়। বিরাট কোহলি তোমাকে নমস্কার।’

সেঞ্চুরিয়নের শেষ ওয়ানডেতে কোহলি ৯৬ বলে খেলেছেন হার না মানা ১২৯ রানের ইনিংস। যাতে ম্যাচ জেতার সঙ্গে সিরিজ শেষ করেছে ভারত ৫-১ ব্যবধানে এগিয়ে থেকে। এই সেঞ্চুরি করার পথে বেশ কয়েকটি নতুন রেকর্ডও গড়েছেন ভারতীয় অধিনায়ক। দ্বিপাক্ষিক সিরিজে ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে তিনটি সেঞ্চুরি করেছেন তিনি। দ্বিপাক্ষিক সিরিজে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটাও এখন কোহলির দখলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা ৬ ম্যাচে ৩ সেঞ্চুরি ও এক হাফসেঞ্চুরিতে তিনি করেছেন ৫৫৮ রান।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!