X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

অবশেষে হাথুরুসিংহের স্বীকার

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৩

সাড়ে তিন বছর বাংলাদেশকে এভাবেই দিক-নির্দেশনা দিয়েছেন হাথুরুসিংহে বাংলাদেশের সঙ্গে কাজ করার ‘সুবিধা’ নেওয়ার কথা স্বীকার করলেন চন্ডিকা হাথুরুসিংহে। সাড়ে তিন বছর টাইগারদের প্রধান কোচের দায়িত্বে থাকায় কারণে খেলোয়াড়দের শক্তি-দুর্বলতা সম্পর্কে খুব ভালো জানা ছিল তার। চলতি সফরে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরিকল্পনা সাজিয়েছেন লঙ্কান কোচ।

প্রশ্নটা ঘুরপাক খেয়েছে মাঠ থেকে সংবাদ সম্মেলন হয়ে ক্রিকেটপ্রেমীদের মনে। হাথুরুসিংহের শ্রীলঙ্কার কোচ হয়ে আসাটা কি একটু হলেও বাংলাদেশের সমস্যার কারণ নয়? স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। বাংলাদেশ ক্যাম্প থেকে যেমন ‘হাথুরুসিংহে খেলবে না, মাঠে খেলবে ক্রিকেটাররা’ মন্তব্য আসছিল, তেমনি শ্রীলঙ্কা ক্যাম্প থেকেও এসেছে একই কথা। তবে শেষ টি-টোয়েন্টির আগে দুপক্ষ থেকেই স্বীকার করে নেওয়া হলো হাথুরুসিংহের ‘সুবিধা’ পাওয়ার বিষয়টি। লঙ্কান কোচ যেমন রহস্য উন্মোচন করেছেন, তেমনি বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহও মেনে নিয়েছেন তা।

সাড়ে তিন বছর বাংলাদেশের কোচ থাকায় খেলোয়াড়দের শক্তি-দুর্বলতা সবই জানা হাথুরুসিংহের। ফলে বাংলাদেশকে নিয়ে সহজেই পরিকল্পনা সাজাতে পারবেন তিনি- এই ছিল আলোচনার বিষয়বস্তু। যদিও প্রথম দিনের সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘মাঠের ক্রিকেটে এগুলো খুব একটা প্রভাব ফেলে না।’ সেই হাথুরুসিংহেই শনিবার সংবাদমাধ্যমের সামনে স্বীকার করলেন, ‘সত্যি কথা বলতে, তাদের (বাংলাদেশের) কয়েকজন খেলোয়াড়কে নিয়ে আমাদের কিছু কৌশলগত পরিকল্পনা ছিল। আমরা জানতাম চাপের মুখে তারা কীভাবে খেলতে পারে।’

হাথুরুসিংহের করা মন্তব্যটি রাখা হয়েছিল মাহমুদউল্লাহর সামনে। সাকিব আল হাসানের চোটে টি-টোয়েন্টির দায়িত্ব সামলানো এই অলরাউন্ডারও মেনে নিয়েছেন তা, ‘হাথুরুসিংহে আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন। উনি সব জানেন, সেই হিসেবে তিনি পরিকল্পনা করেছেন। সেখানে সফল হয়েছেন, কথাটা মিথ্যা নয়। তবে আমরা ‍যদি আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারতাম, তাহলে এই প্রশ্নটা উঠতো না।’

যদিও শ্রীলঙ্কার কোচ হিসেবে প্রথম সাক্ষাতে বাংলাদেশের বিপক্ষে হারের তিক্ত স্বাদ নিতে হয়েছে হাথুরুসিংহেকে। পরে অবশ্য ঘুরে দাঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের পর টেস্ট সিরিজও জিতে নিয়েছে তার দল। শুরুর ওই ধাক্কাটা নাকি প্রত্যাশিতই ছিল তার কাছে, ‘প্রথম দিকে আমাদের কঠিন সময় পার করতে হয়েছে। যদিও আমি এমনটা প্রত্যাশা করেছিলাম, এমন না হলে আমি বরং অবাকই হতাম। কিন্তু হাল ছেড়ে দেওয়ার পাত্র নই আমি।’

বাংলাদেশের বাজে হারের কারণ হিসেবে অভিজ্ঞ কিছু ক্রিকেটারের ব্যর্থতাকে সামনে আনলেন হাথুরুসিংহে, ‘ত্রিদেশীয় সিরিজে তারা (বাংলাদেশ) ভালো শুরু করেছিল। অনেক চাপের মাঝে কীভাবে খেলতে হবে, সেটা তারা ভালো করেই জানে। আমার মনে হয় তাদের কিছু খেলোয়াড়ের ব্যর্থতার কারণে মনের মধ্যে সংশয় তৈরি হয়েছে। তারা আত্মবিশ্বাস পাচ্ছে না। তবে আমি বিস্মিত, বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্স কীভাবে এত দ্রুত নিচের দিকে গেল।’

বাংলাদেশকে শুভকামনাও জানিয়ে গেলেন শ্রীলঙ্কার নতুন এই কোচ, ‘আমি চলে যাওয়ার আগে বলতে চাই, বাংলাদেশ ভালো খেলুক। বাংলাদেশের এগিয়ে যাওয়া আমি দেখতে চাই।’

/আরআই/কেআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!