X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচে জিততে মরিয়া মাহমুদউল্লাহ

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৫আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৯

সংবাদ সম্মেলনে জয়ের আত্মবিশ্বাস ফুটে উঠলো মাহমুদউল্লাহর কণ্ঠে। ছবি-বিসিবি হতাশার বৃত্তে বন্দি বাংলাদেশ এখন সিলেটে। টানা হারের ক্ষতে সান্ত্বনার প্রলেপ দিতে এটাই শেষ সুযোগ। রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারাতে পারলে কিছুটা সান্ত্বনা পাবে স্বাগতিকরা, আগামী মাসে শ্রীলঙ্কা সফরের জন্য অনুপ্রেরণাও পাবে। সিলেটে এটাই বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। অপার সৌন্দর্যের সিলেট স্টেডিয়ামে টাইগারদের ‘অভিষেক’ স্মরণীয় করে রাখার লক্ষ্য মাহমুদউল্লাহর।

ত্রিদেশীয় সিরিজে প্রথম লড়াইয়ে শ্রীলঙ্কাকে একেবারে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ, জিতেছিল ১৬৩ রানের বিশাল ব্যবধানে। কিন্তু তারপর জয় তো দূরের কথা, বলতে গেলে দাঁড়াতেই পারেনি। ফাইনালের আগের ম্যাচে ৮২ রানে অলআউট হয় ১০ উইকেটে আর ফাইনালে ৭৯ রানে হার, মিরপুর টেস্টে আড়াই দিনে ২১৫ রানে পরাস্ত হওয়ার পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নিজেদের সর্বোচ্চ ১৯৩ রান করেও হার মেনেছে ৬ উইকেটে। শুধু চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ড্র করতে পেরেছে।

সাকিবের ইনজুরিতে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ স্বাভাবিকভাবেই হতাশ। শেষ ম্যাচে হতাশা দূর করে জয়ের সংকল্প তার কণ্ঠে। শনিবার সংবাদ সম্মেলনে স্বাগতিকদের ভারপ্রাপ্ত অধিনায়ক বললেন, ‘আমরা ত্রিদেশীয় আর টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী ছিলাম। কিন্তু আমরা সব বিভাগে নিজেদের সেরাটা দিতে পারিনি। কখনও ব্যাটসম্যানরা ভালো করলে বোলাররা খারাপ খেলেছে, কখনওবা হয়েছে উল্টো। আবার কখনও ব্যাটিং-বোলিং দুই বিভাগ ভালো করলেও ফিল্ডাররা ব্যর্থ হয়েছে। আমাদের হাতে আর একটাই ম্যাচ বাকি, আর আমরা সেটা জিততে চাই। কাল জিততে পারলে অন্তত সিরিজ হার এড়ানো সম্ভব হবে।’

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে স্বীকৃতি পায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। এই ভেন্যুতে ৬টি ম্যাচ হলেও বাংলাদেশ কালই প্রথম খেলতে নামবে। সিলেট স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া মাহমুদউল্লাহ, ‘আমরা নিজেদের উৎসাহ দিচ্ছি, নিজেদের ভুল নিয়ে আলোচনা করছি। আশা করি নতুন ভেন্যুতে শেষটা ভালো করতে পারবো।’

সিলেটের উইকেট এমনিতে বেশ ব্যাটিং-বান্ধব। স্বাভাবিকভাবে টস এখানে গুরুত্বপূর্ণ। উইকেট আর টস নিয়ে মাহমুদউল্লাহর বক্তব্য, ‘সবকিছুই নির্ভর করছে উইকেটের ওপর। উইকেটের কথা বিবেচনা করলে টস খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা সেসব নিয়ে ভাবছি না। আমরা শুধু প্রত্যেক বিভাগে ভালো খেলতে চাই। শেষ ম্যাচে জয় ছাড়া আর কিছু ভাবছি না।’

শ্রীলঙ্কার এবারের বাংলাদেশ সফরে সবচেয়ে আলোচিত নাম চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক শিষ্যদের সম্পর্কে শ্রীলঙ্কার বর্তমান কোচের যে ভালোই ধারণা আছে, শেষ ম্যাচের আগের দিন সেটা প্রকারান্তরে স্বীকার করে নিলেন মাহমুদউল্লাহ, ‘হাথুরুসিংহে আমাদের সঙ্গে ছিলেন, উনি আমাদের খুঁটিনাটি সবকিছুই খুব ভালোভাবে জানেন। তবে আমরা যদি নিজেদের কাজগুলো ঠিকমতো করতে পারতাম, তাহলে আজ ভিন্ন পরিস্থিতি থাকতো। দুর্ভাগ্যজনকভাবে আমরা ভালো খেলতে পারিনি, তাই দুটো সিরিজে হার মানতে হয়েছে। তবে শেষ ম্যাচে আমরা ভালো করতেও পারি।’

/আরআই/এএআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা