X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

সুয়ারেস-আলবার গোলে জিতলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৭ ফেব্রুয়ারি ২০১৮, ২৩:১২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ০০:৩৯

সুয়ারেসের গোল উদযাপন শেষ কয়েকবারের দেখায় এইবারের বিপক্ষে হেসেখেলে জিতেছিল বার্সেলোনা। শনিবার ইপুরুয়া স্টেডিয়ামেও জয় পেল তারা। তবে ব্যবধানটা আগের মতো বড় হলো না। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে চেলসির মুখোমুখি হওয়ার আগে শেষ ম্যাচে ২-০ গোলে জিতলো বার্সেলোনা।

এইবার শুরু থেকে চেপে ধরেছিল বার্সেলোনাকে। প্রথম মিনিটেই হোসে অ্যাঞ্জেলের জোরালো হেড গোলবারের উপর দিয়ে চলে যায়। মার্ক আন্দ্রে টের স্টেগেন বার্সার গোলপোস্টের নিচে থেকে বিপদ সামাল দেন পরের কিছুক্ষণ।

৬ মিনিটে দুদলই সুযোগ পেয়েছিল। লিওনেল মেসির পাস থেকে লুই সুয়ারেস বল বাড়িয়ে দেন জোর্দি আলবাকে। তার শট রুখে দেন স্বাগতিক ডিফেন্ডার। ফিরতি বল পেয়ে ফ্যাবিয়ান ওরেয়ানা বার্সার বাক্সের ডানপ্রান্ত দিয়ে ঢুকে শট নেন। আবারও গোলবারের উপর দিয়ে চলে যায় এইবারের দ্বিতীয় চেষ্টা।

কর্নার কিক থেকে পাওয়া বলে অনেক উঁচুতে লাফিয়ে হেড করেছিলেন স্বাগতিক দলের ইভান রামিস। ১৩ মিনিটের ওই আক্রমণ সহজে রুখে দেন টের স্টেগেন। এর তিন মিনিট পরই এইবারের রক্ষণে ফাঁক থাকার ফায়দা ওঠায় বার্সা। ১৬ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে স্বাগতিকদের রক্ষণ চিড়ে সুয়ারেসের দিকে বল বাড়ান মেসি। উরুগুয়ান স্ট্রাইকারকে রুখতে গিয়ে পড়ে যান এইবার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। ডান পায়ের শটে বল ফাঁকা জালে জড়ান সুয়ারেস। স্বস্তি ফেরে বার্সার ক্যাম্পে।

তবে মিনিট খানেক পরই বার্সাকে কাঁপিয়ে দেয় স্বাগতিকরা। ১৯ মিনিটে তাদের বক্সের ঠিক বাইরে থেকে শট নেন ওরেয়ানা। বল টের স্টেগেনকে পেরিয়ে গেলেও ক্রসবার দাঁড়ায় বাধা হয়ে। অনেক চেষ্টা করেও প্রথমার্ধে আর লক্ষ্যে শট নিতে পারেনি এইবার।

৩৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েছিল বার্সা। সুয়ারেস আরেকবার স্বাগতিকদের রক্ষণ ফাঁকি দিয়েছিলেন, কিন্তু লক্ষ্যে শট না নিয়ে তিনি বাধ্য হন পেছনে থাকা মেসিকে পাস দিতে। নিজের জায়গা থেকে লক্ষ্যভেদ করা কঠিন ছিল আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য, তারপরও বাঁ পায়ের শট নেন তিনি। কিন্তু ব্যাকপোস্টে আঘাত করে বল ফিরে যায়।  

বিরতির পর ভালো সুযোগ নষ্ট করে এইবার। ৫৬ মিনিটে দিওপের ফ্লিক পাস থেকে ওরেয়ানা বক্সের মধ্যে বল পাঠান। কিন্তু ইনুইর জোরালো শট চলে যায় গোলবারের পাশ দিয়ে। ৬১ ও ৬৯ মিনিটে দুটি হলুদ কার্ড দেখে ওরেয়ানা মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে কঠিন পরীক্ষা দিতে হয় স্বাগতিকদের।

এই সুযোগ ৮০ মিনিটে বার্সার সুবর্ণ সুযোগ নষ্ট করেন দিমিত্রোভিচ। মেসির শট রুখে দেন এইবার গোলরক্ষক। ৮৮ মিনিটে আরেকবার মেসিকে রুখে দিয়েছিলেন তিনি, কিন্তু পারেননি আলবাকে ঠেকাতে। অ্যালেক্স ভিদালের ভলি থেকে বল পান আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার শট দিমিত্রোভিচের গায়ে লেগে ফিরে গেলে আলবা প্রথম শটেই লক্ষ্যভেদ করেন। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মেসির আরেকটি শট চলে যায় গোলবারের উপর দিয়ে।

এই জয়ে ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলো বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের (৫২) সঙ্গে তারা ব্যবধান বাড়ালো ১০ পয়েন্টের। গোল ডটকম

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
ফটোকপি দোকানের কর্মচারী, জেলে, রাজমিস্ত্রি তৈরি করতো জাল টাকা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি