X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

অভিষেক ভেন্যুতে শেষ সুযোগ বাংলাদেশের

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১০:৩০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:৫৬

শেষ ম্যাচের আগে কঠোর অনুশীলনে ব্যস্ত টাইগাররা। হারের যন্ত্রণায় ক্ষতবিক্ষত টাইগাররা। আর এই ক্ষতের দগদগে দাগ নিয়েই অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটে অবস্থান করছে বাংলাদেশ দল। এখানে একটি জয়ের খোঁজে সিরিজের শেষ ম্যাচটিতে লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা। সিলেটের পবিত্র ভূমিতে জয় দিয়ে বাংলাদেশের অভিষেককে রাঙিয়ে দেওয়ার দারুণ সুযোগ টাইগারদের সামনে। একটি জয়ে পুরো সিরিজের ব্যর্থতার ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়বে।

২০১৪ সালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক প্রথম ম্যাচ অনুষ্ঠিত হলেও এখনও খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। অবশেষে রবিবার বিকাল পাঁচটায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অভিষেক হচ্ছে বাংলাদেশ দলের। সিলেটবাসীর অনেক দিনের অপেক্ষা দূর হতে আর মাত্র বাকি কয়েকঘণ্টা।

প্রকৃতি নিজ হাতে সাজিয়েছে সিলেটকে, নান্দনিক সৌন্দর্যের এক কল্পিত রানি যেন এই সিলেট। এমন সুন্দর নগরে বাংলাদেশ তাদের ক্রিকেটীয় পরিকল্পনাগুলো সুন্দরভাবে সাজাতে পারবে- এমনটাই আশা স্থানীয় সমর্থকদের। ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহর কণ্ঠেও প্রত্যয় শেষটা রাঙিয়ে নেওয়ার, ‘শেষ ম্যাচটি জেতার জন্য যাবতীয় সবকিছুই আমরা করব। ম্যাচটি জিততে পারলে অন্তত সিরিজ হার এড়ানো সম্ভব হবে। আমরা সিলেটে শেষ ম্যাচটি জিততে চাই।’

মাহমুদউল্লাহ শেষ ম্যাচটি জিততে চাইছেন। কিন্তু হাথুরুসিংহে হারতে রাজি নন। তার স্পষ্ট কথা, শেষ ম্যাচটা জিতেই বাড়ি ফিরতে চান, ‘আমরা এখানে হারতে আসিনি। এখানে জিতে আমরা আরও আত্মবিশ্বাসী দল হয়ে উঠতে চাই। আশা করি ছেলেরা পরিকল্পনা মতো কাজ করতে পারবে।’

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশ শেষ ম্যাচে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে মাঠে নামবে। তিনটি পরিবর্তন প্রায় নিশ্চিত। তামিম খেলার মতো ফিট না হওয়ার কারণে জায়গা ছেড়ে দিতে হচ্ছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হওয়া জাকির হাসানকে। এছাড়া আরেক অভিষিক্ত অলরাউন্ডার আফিফ হোসেনের বদলে দেখা যেতে পারে ডানহাতি স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসানকে।

এর পাশাপাশি পেস বোলিংয়েও একটি পরিবর্তন আসতে পারে। গত ম্যাচে ব্যয়বহুল বোলিং করে বাদ পড়তে যাচ্ছেন সাইফউদ্দিন। তার বদলে স্থানীয় পেসার আবু জায়েদ রাহীর খেলার সম্ভাবনা প্রকট।

এই তিনটি পরিবর্তনের বাইরেও শেষ মুহূর্তে আরও একটি পরিবর্তন আসতে পারে একাদশে। বেশ কিছুদিন ধরে অফফর্মে থাকা সাব্বির রহমান রুম্মনকে বাদ দিয়ে একাদশে মোহাম্মদ মিঠুনকে সুযোগ দেওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য কম্বিনেশন নিয়ে তেমন কিছুই বলেন না ম্যাচের আগে, ‘সকালে উইকেট দেখে একাদশ নির্বাচন করবো। রাহী এবং তামিমের খেলার সম্ভাবনা রয়েছে। আসলে সেরা একাদশ নির্বাচন করতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবো।’

টাইগারদের অনুশীলনের একটি মুহূর্ত। এদিকে সিলেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অভিষেকের চার বছর পর বাংলাদেশ এই মাঠে তাদের প্রথম ম্যাচ খেলতে নামবে। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ এই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এখানে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা দুই দল হচ্ছে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ড।  

সিলেট স্টেডিয়ামে দুই দলের অভিষেকে কেউই এগিয়ে থাকছে না। যদিও ঘরোয়া ক্রিকেটে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটারদের এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই তুলনায় লঙ্কান দলে অভিজ্ঞতার সংখ্যা খুব একটা নেই। সেই হিসেবে দুই দলের জন্যই সমান সুযোগ থাকছে!

তবে ঘরোয়া ক্রিকেট এবং আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটেরে বিস্তর পার্থক্য থাকে। এই পার্থক্য ম্যাচের আগের দিন পর্যন্ত কোনও দলের খেলোয়াড় বুঝতে পারেনি। শনিবার সকালে হাথুরুসিংহে খুঁটিয়ে খুঁটিয়ে কয়েক দফায় উইকেটে পর্যবেক্ষণ করেছেন। মাহমুদউল্লাহ আলাদাভাবে উইকেট দেখে এসেছেন। তবুও সংবাদ সম্মেলনে উইকেটের ব্যাপারে কিছুই বলতে পারলেন না তারা। ম্যাচের দিন সকাল পর্যন্ত উইকেটে দেখেই দুই দল তাদের সেরা কম্বিনেশনের ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তবে উইকেটের চরিত্র শনিবার না বুঝলেও পরিসংখ্যান দেখে কিছুটা স্বস্তি পেতে পারে দুই দলের খেলোয়াড়রা। এই ভেন্যুতে গড় রান বেশ ভালো। বিপিএলে আট ম্যাচে ১৫১.৬৮ গড়ে রান উঠেছে। দুইশো রানের একাধিক ইনিংস আছে। ৬টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে বেশ কয়েকটি ম্যাচে দুইশোর কাছাকাছি স্কোরও আছে দলগুলোর।

সিলেট স্টেডিয়াম যতই সুন্দর হোক কিংবা সিলেটবাসী যতই প্রস্তুত থাকুক, মাঠে খেলতে হবে ক্রিকেটারদের। পুরো দেড় মাসে খারাপ সময় অতিবাহিত করেছে বাংলাদেশ। মাঠের ক্রিকেটে নিজেদের সেরাটা দিতে না পারার ব্যর্থতা নিয়েই এই বৃত্তে আটকে আছে স্বাগতিকরা। মাহমুদউল্লাহর আশা অভিষেক ভেন্যুতে নিজেদের সামর্থ্যের প্রমাণ রেখে দারুণ কিছু করার। হয়তো সিলেটে বাংলাদেশের অভিষেক ম্যাচে শেষটা রঙিন আলোতে উজ্জ্বল হয়ে উঠবে।

/এফআইআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়