X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

হেরেও ত্রিদেশীয় সিরিজের ফাইনালে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:১৭

কলিন মুনরো আগ্রাসী ইনিংস খেললেও জিততে পারেনি তার দল। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে হলে রবিবার বিশাল ব্যবধানে জয় দরকার ছিল ইংল্যান্ডের। টি-টোয়েন্টি ফরম্যাটের এই সিরিজে জয় পেলেও তার ব্যবধানটা ছিল মাত্র ২ রানের।  তাই নেট রান রেটে শেষ হাসি হাসতে পারেনি ইংলিশরা। ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে নিউজিল্যান্ড।

আজকের ম্যাচে হারলেও ফাইনালে যেতে পারবে নিউজিল্যান্ড। এ সমীকরণ মাথায় নিয়ে শুরুতে ফিল্ডিংয়ে নেমেছিল। উল্টো দিকে ইংলিশদের জন্যে ম্যাচটা ছিল বাঁচা-মরার। তাই ব্যাট করতে নেমে আগ্রাসী ছিলেন অধিনায়ক এউইন মরগান। তার ৪৬ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে ৭ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করে ইংল্যান্ড। অবশ্য এই বিশাল ইনিংসে ডেভিড মালানের ভূমিকাও কম ছিল না। মরগানের আগের ঝড়টা তুলেছিলেন তিনিই। ৩৬ বলে ৫৩ রান করে বিদায় নেন। মালানের ইনিংসে ছিল ২টি চার ও ৫টি ছয়। অপরদিকে অপরাজিত ছিলেন মরগান। তার ঝড়ো ইনিংসে ছিল ৪টি চার ও ৬টি ছয়।  

এমন আগ্রাসী শেষের শুরুটা ছিল আতঙ্ক ছড়ানো। ২৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা স্লথ গিয়েছিল ইংলিশরা। নিয়মিত বিরতিতে উইকেট পড়ছিল, ঠিক তখনই প্রতিরোধের মূল দেওয়ালটা গড়ে তুলেন মালান ও মরগান।  নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ২টি নেন সাউদি।

জবাবে নিউজিল্যান্ডও সমান তালে চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ৪ উইকেটে ১৯২ রান তুলতে পারে। দলটির হয়ে উড়ন্ত সূচনা এনে দিয়েছিলেন ওপেনার মার্টিন গাপটিল ও কলিন মুনরো। ৪৭ বলে বিদায় নেওয়ার আগে ৬২ রান করেন গাপটিল। তবে অপেক্ষাকৃত দাপুটে ছিলেন মুনরো। ২১ বলে ৫৭ রান করেন। যেখানে ছিল ৩টি চার ও ৭টি ছয়। শেষ দিকে চাপ যখন পাহাড়সম তখন মার্ক চ্যাপম্যান চেষ্টা করেছিলেন সেই চাপ উতরে যেতে। ৩০ বলে ৩৭ রান তুললেও জয়ের জন্যে যথেষ্ট ছিল না এই ইনিংস। ম্যাচসেরা হন ইংল্যান্ড অধিনায়ক মরগান।

/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
শিল্পী সমিতির নির্বাচন, মিশা-ডিপজলে কুপোকাত কলি-নিপুণ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা