X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

গুনাথিলাকার ক্যাচ ফেললেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৩৩আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:৪১

দানুশকা গুনাথিলাকা ক্যাচ মিস তো ম্যাচ মিস- এমন আক্ষেপ বাংলাদেশের হবে কিনা জানা যাবে ঘণ্টাখানেকের মধ্যে। তবে শুরুতেই দুই ওপেনার কুশল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকাকে জীবন দিলেন সাইফউদ্দিন ও তামিম ইকবাল। প্রথম ওভারের শেষ বলে কুশলকে ৮ রানে জীবন দেন সাইফউদ্দিন, আর চতুর্থ ওভারে গুনালিতাকার ক্যাচ ফেললেন তামিম।

সিলেটে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মাত্র ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা করেছে ৬৩ রান।

মিরপুরে ঝড়ো ব্যাটি করে শ্রীলঙ্কার জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুশলকে প্রথম ওভারেই ফেরাতে পারতেন আবু জায়েদ রাহী। কিন্তু তার অভিষেক ম্যাচটা স্মরণীয় হয়নি শুরুতেই। ওই ওভারের শেষ বলে কুশলের শট ডিপ স্কয়ার ব্যাকওয়ার্ডে দাঁড়ানো সাইফউদ্দিনের হাত ফসকে যায়।

পরের ক্যাচ মিস হয় বাংলাদেশের চতুর্থ ওভারে। নাজমুল ইসলামের দ্বিতীয় ওভারের শেষ বলে গুনাথিলাকা ১৫ রানে জীবন পেলেন তামিমের হাতে। মিড অফে ডাইভ দিয়ে বল ধরতে পারেননি তিনি।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তারা একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। চোট সারিয়ে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল। তার ফেরায় বাদ পড়েছেন আগের ম্যাচে অভিষেক হওয়া জাকির হাসান।

টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের ক্রিকেটে অভিষেক হলো দুজনের। আগের ম্যাচে অভিষিক্ত অলরাউন্ডার আফিফ হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন আরেক অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হচ্ছে তার। নিজ শহরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলো জায়েদের। পেসার রুবেল হোসেনকে বাদ দিয়ে এই ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে তাকে। শেষ ম্যাচ থেকে বাদ পড়েছেন সাব্বির রহমান। তার বদলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ মিঠুন।

অপরদিকে শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন এসেছে। নিরোশান ডিকবেলার জায়গায় ফিরেছেন অফ স্পিনার আমিলা আপোনসো।  

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আবু জায়েদ রাহী, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, আরিফুল হক ও নাজমুল ইসলাম অপু।

শ্রীলঙ্কা একাদশ: উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, জীবন মেন্ডিস, থিসারা পেরেরা, দাশুন শানাকা, আমিলা আপোনসো, আকিলা ধনঞ্জয়, শেহান মাদুশাঙ্কা, ইসুরু উদানা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক