X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শেষ ম্যাচেও বড় হার বাংলাদেশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২১:২৩

শিরোপা নিয়ে শ্রীলঙ্কার উদযাপন তামিম দলে ফিরেছিলেন, উদ্বোধনী জুটিতে তার সঙ্গে ছিলেন গত ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলা সৌম্য সরকার। শ্রীলঙ্কার বিপক্ষে ২১১ রানের টার্গেটে দারুণ শুরুর প্রত্যাশা ছিল বাংলাদেশের কাছ থেকে। কিন্তু টানা দুই ওভারে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সেই চাপ আর কাটাতে পারেনি বাংলাদেশ। ১৮.৪ ওভারে তারা গুটিয়ে যায় ১৩৫ রানে। রবিবার সিলেটে শেষ ম্যাচটা ৭৫ রানে জিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করলো শ্রীলঙ্কা।

লক্ষ্যে নেমে দ্বিতীয় বলে ছয় মেরে গ্যালারিকে উচ্ছ্বাসে ভাসান তামিম। কিন্তু প্রথম ওভারে কেবল ৮ রান করেছিল বাংলাদেশ। অন্য প্রান্তে অনুজ্জ্বল ছিলেন সৌম্য। দ্বিতীয় ওভারে আকিলা ধনঞ্জয়ার শিকার হন তিনি রানের খাতা না খুলেই। পয়েন্টে জীবন মেন্ডিস এ ওপেনারের ক্যাচ ধরেন।

পরের ওভারে শেহান মাদুশানকার জোড়া আঘাতে শ্রীলঙ্কা চেপে ধরে স্বাগতিকদের। এ ডানহাতি পেসার তার দ্বিতীয় ওভারের তৃতীয় ও শেষ বলে মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিঠুনকে ফেরান। ছয় মেরে পরের বলেই মিড অনে থিসারা পেরেরার ক্যাচ হন মুশফিক (৬)। মাত্র ৩ বলে ৫ রানে শেষ হয় মিঠুনের ইনিংস, তার ক্যাচ ধরেন জীবন।

মাহমুদউল্লাহর ব্যাটে এসেছে সর্বোচ্চ রান বিপদ কাটাতে মাহমুদউল্লাহ ও তামিম ক্রিজে ছিলেন। কিন্তু পারেননি বেশিক্ষণ টিকতে তারা। অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দলের হাল ধরতে পারলেন না তামিম। ২২ রানে বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর মাহমুদউল্লাহর সঙ্গে ৩৭ রানের জুটি গড়ে ফিরেছেন তিনি। অভিষেক হওয়া আমিলা আপোনসোর শিকার হয়েছেন ওপেনার। তামিম ২৯ রানে কভার বাউন্ডারিতে আকিলার ক্যাচ হন, ২৩ বলের ইনিংসে দুটি করে চার ও ছয় মারেন তিনি। পরের ওভারে আরিফুল হককে ২ রানে ফেরান জীবন মেন্ডিস। ৬৮ রানে বাংলাদেশ হারায় তাদের ৫ ব্যাটসম্যানকে।

এরপর ইসুরু উদানার জোড়া আঘাতে মাহমুদউল্লাহ ও সাইফউদ্দিনের প্রতিরোধ ভাঙে শ্রীলঙ্কা। উদানার ১৫তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ ফসকে জীবন পান সাইফ, কিন্তু মাহমুদউল্লাহ হারান উইকেট। নন স্ট্রাইকিং প্রান্ত থেকে সিঙ্গেলের জন্য দৌড় দেন অধিনায়ক। সাইফ ছিলেন তার ক্রিজে অনড়। মাহমুদউল্লাহ ফিরে আসতে আসতেই মিড অন থেকে জীবনের থ্রো থেকে রান আউট করেন উদানা। ৪১ রান করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সাইফ ২০ রান করে বদলি ফিল্ডার ভ্যান্ডারসেকে ক্যাচ দেন।

ম্যাচসেরা ও সিরিজের সেরার পুরস্কার হাতে কুশল মেন্ডিস (ছবি: বিসিবি) ৩ রানের ব্যবধানে টানা দুই ওভারে শেষ ৩ উইকেট হারায় স্বাগতিকরা। ১৮তম ওভারে দাশুন শানাকা ১১ রানে উদানার ক্যাচ বানান মেহেদী হাসানকে। পরের ওভারে দানুশকা গুনাথিলাকা নেন শেষ দুটি উইকেট। মোস্তাফিজুর রহমান ৮ রানে বোল্ড হন। আবু জায়েদ রাহী ২ রানে ক্যাচ দেন উইকেটরক্ষক দিনেশ চান্ডিমালের হাতে।

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সুযোগ নিয়ে ৮ জন বোলার বল করেছে শ্রীলঙ্কার। দুটি করে উইকেট নেন গুনাথিলাকা ও মাদুশানকা। একটি করে পেয়েছেন আকিলা, শানাকা, আপোনসো, জীবন ও উদানা।

দুই ম্যাচে ৫৩ ও ৭০ রানের ইনিংস খেলে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ অবদান রাখা কুশল মেন্ডিস হয়েছেন ম্যাচের ও সিরিজের সেরা।

আরও দেখুন..

সিরিজ বাঁচাতে বাংলাদেশের দরকার ২১১

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা