X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নেইমারের চলে যাওয়া ‘শক্তি বাড়িয়েছে’ বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৮আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০০

নেইমারের চলে যাওয়া ‘শক্তি বাড়িয়েছে’ বার্সেলোনার গত গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা ছেড়ে গেছেন নেইমার। ২২২ মিলিয়ন ইউরোতে ব্রাজিলিয়ান তারকা প্যারিস সেন্ত জার্মেইয়ে যোগ দেওয়ার পর কাতালানদের শক্তি আরও বেড়েছে বলে জানিয়েছেন ক্লাবটির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

নেইমারের অভাব যে বার্সেলোনা টের পাবে, সেটা নিয়ে কোনও সংশয় ছিল না। আর তা স্পষ্ট বোঝাও গেছে স্প্যানিশ সুপার কাপে। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দুই লেগের ম্যাচ বার্সেলোনা হেরেছিল ৫-১ গোলে। তবে ওই ধাক্কার পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ানো কাতালানরা গত ৩৮ ম্যাচে হেরেছে মাত্র একটিতে। লা লিগায় এখনও অজেয়, সঙ্গে উঠেছে টানা পঞ্চম কোপা দেল রে ফাইনালে।

‘ইএসপিএন এফসি’কে দেওয়া সাক্ষাৎকারে টের স্টেগেন জানিয়েছেন দলে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন নেইমার। একই সঙ্গে এটাও নিশ্চিত করেছেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড চলে যাওয়ার পর নতুন যোগ দেওয়া- পাউলিনিয়ো, নেলসন সেমেদো, উসমান দেম্বেলে ও ফিলিপে কৌতিনিয়োকে নিয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে বার্সেলোনা।

দলে নেইমারের গুরুত্ব বোঝাতে বার্সেলোনা গোলরক্ষক বলেছেন, ‘নেইমারের গুণমানের বিষয়টি ব্যাখ্যা করা যাবে না। কারণ ও অনেক গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, সেটা যেমন ব্যক্তি হিসেবে, তেমনি ফুটবলার হিসেবে।’ সঙ্গে যোগ করলেন, ‘ওর সিদ্ধান্তের ব্যাপারে ও নিজেই ভালো বলতে পারবে, তবে শেষ পর্যন্ত আমরা সবকিছু মানিয়ে নিয়েছি, যদিও ব্যাপারটা সহজ ছিল না, কারণ ও দুর্দান্ত খেলোয়াড়। তবে আমরা অন্য পথে এগিয়েছি এবং এখন আমরা ভীষণ শক্তিশালী দল।’

নেইমারের অভাব পূরনে গ্রীষ্মের দলবদলে বার্সেলোনা নিয়ে আসে দেম্বেলেকে, আর শীতকালীন দলবদলে নাম লেখায় কৌতিনিয়োকে। ন্যু ক্যাম্পে তাদের আনতে ২৫০ মিলিয়ন ইউরোর বেশি খরচ করলেও সুফল খুব একটা বেশি পাচ্ছে না। এ প্রসঙ্গে টের স্টেগেনের বক্তব্য, ‘আমার মতে নতুন খেলোয়াড়রা আমাদের আরও বেশি শক্তিশালী করবে। আশা করছি তারা ভালো অনুভব করবে (বার্সেলোনায়) ও স্বাচ্ছন্দ্যে দ্রুত মানিয়ে নেবে। যদিও একই সঙ্গে তাদের সময় দিতে হবে আমাদের।’

সঙ্গে যোগ করেছেন, ‘দেম্বেলে খুব একটা খেলতে পারছে না চোটের কারণে, আর কৌতিনিয়ো মাত্র যোগ দিয়েছে দলে। আমাদের অবশ্যই তাদের সুযোগ দিতে হবে, এবং ধৈর্যশীল হতে হবে, কারণ তারা তরুণ ও সামনে অসাধারণ সব বছর অপেক্ষা করছে।’ ইএসপিএন এফসি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!