X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ওর্ডের শিষ্যদের সামনে কঠিন চ্যালেঞ্জ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:১৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২১:৩১

বিকেএসপিতে জাতীয় দলের ক্যাম্পে শিষ্যদের একটি বিষয় বুঝিয়ে দিচ্ছেন অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ড। ছবি-বাফুফে কয়েক দিন আগে শেষ হয়েছে ঘরোয়া ফুটবলের দীর্ঘ মৌসুম। একটানা খেলে ফুটবলাররা বেশ ক্লান্ত। ক্লান্তি নিয়েই তারা বিকেএসপিতে যোগ দিয়েছেন জাতীয় দলের আবাসিক ক্যাম্পে। জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ অ্যান্ড্রু ওর্ডের সামনে তাই ক্লান্তি দূর করে শিষ্যদের উজ্জীবিত করে তোলার কঠিন লক্ষ্য।

আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে অনুষ্ঠেয় সাফ ‍ফুটবলকে সামনে রেখে শুরু হয়েছে দীর্ঘমেয়াদি ক্যাম্প। ২৭ মার্চ লাওসের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে লাল-সবুজের দল। সাফ ফুটবলের আগে বাংলাদেশের আরও কয়েকটি ম্যাচ খেলার কথা।

গত ১৪ ফেব্রুয়ারি শুরু হয়েছে ক্যাম্প। প্রথম দফায় পাঁচ দিন অনুশীলনের পর শিষ্যদের দুই দিন বিশ্রাম দিয়েছেন ওর্ড। খেলোয়াড়দের ক্লান্তি দূর করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

গত জুনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে ‍চুক্তিবদ্ধ হলেও এতদিন বয়সভিত্তিক দলগুলো নিয়ে কাজ করেছেন ওর্ড। জাতীয় দলকে নিয়ে এটাই তার প্রথম ‘অ্যাসাইনমেন্ট’। প্রথম পাঁচ দিনে অনুশীলনের পাশাপাশি ফুটবলারদের জিম আর সাঁতারের দিকে কড়া দৃষ্টি ছিল কোচ ওর্ড আর পর্তুগিজ ট্রেনার মারিও লেমসের।  

এ প্রসঙ্গে সোমবার মিডফিল্ডার ফয়সাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ক্যাম্পে পাসিং, গেম সিচুয়েশন, বল নিয়ে মুভমেন্টের সময় বলের দিকে মনোযোগ রাখা, একে অন্যের সঙ্গে সমন্বয় ইত্যাদি নিয়ে কাজ করেছেন কোচ। সাঁতার, জিম সবই হয়েছে ক্যাম্পে।’

খেলোয়াড়দের মধ্যে যেন একঘেয়েমি বা বিরক্তি না আসে, সেদিকেও সজাগ দৃষ্টি অস্ট্রেলিয়ান কোচের। ফয়সাল জানালেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে লিগ খেলেছি বলে বেশ ক্লান্ত। আমাদের বিশ্রাম দরকার, তাই একঘেয়েমি দূর করার জন্য দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। কেউ যেন ইনজুরিতে না পড়ে, কারও যেন কোনও সমস্যা না হয় এসব বিষয়ে কোচের সতর্ক দৃষ্টি আছে।’

জাতীয় দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু জানিয়েছেন, ‘পরিকল্পনার অংশ হিসেবেই ফুটবলারদের দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। ছুটির পর আরও ১০ জন খেলোয়াড় ক্যাম্পে যোগ দেবে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ