X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রিভালদোর বাজি বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:২০

রিভালদো চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় চেলসির মুখোমুখি হবে বার্সেলোনা। স্টামফোর্ড ব্রিজের প্রথম লেগের লড়াইয়ের আগে কাতালানদেরই ফেভারিট মানছেন দলটির সাবেক মিডফিল্ডার রিভালদো।

মঙ্গলবার দিবাগত রাতের ম্যাচের আগে লা লিগায় কঠিন পরীক্ষা দিতে হয়েছে বার্সেলোনাকে। এইবারের বিপক্ষে ২-০ গোলে জয় পেলেও নিজেদের ছন্দে পাওয়া যায়নি কাতালানদের। তার আগে গেতাফের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেছিল তারা। যদিও সাম্প্রতিক এই পারফরম্যান্স মোটেও আমলে নিচ্ছেন না রিভালদো। চেলসির বিপক্ষে শুধু স্টামফোর্ড ব্রিজের ম্যাচটিই নয়, সাবেক ব্রাজিলিয়ান তারকার কোয়ার্টার ফাইনালের বাজিও বার্সেলোনা।

চেলসিকে সমীহও করছেন রিভালদো, তবে বার্সেলোনার সম্ভাবনাই বেশি দেখছেন তিনি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’কে দেওয়া সাক্ষাৎকারে সাবেক বার্সেলোনা মিডফিল্ডার বলেছেন, ‘আমার মতে এটা খুব কঠিন লড়াই, তবে বার্সেলোনা ফেভারিট। আপনাকে সবসময় ইংলিশ দলকে সমীহ করতে হবে, তবে আমি মনে করি পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে চেলসির চেয়ে ভালো দল বার্সেলোনা।’

২০০০ সালে চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা-চেলসির রোমাঞ্চকর ম্যাচটি এখনও দাগ কেটে আছে ফুটবলপ্রেমীদের মনে। ইংল্যান্ড থেকে ৩-১ গোলে হেরে ঘরের মাঠে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ জিতে নিয়েছিল বার্সেলোনা ৫-১ গোলে। ওই ম্যাচে জোড়া লক্ষ্যভেদ করেছিলেন রিভালদো। এবারের শেষ ষোলোর লড়াইয়ের আগে সেই ম্যাচটির স্মৃতি রোমন্থন করলেন তিনি, ‘আমার মনে আছে আমরা ইংল্যান্ড থেকে ৩-১ গোলে হেরে এসেছিলাম, তবে কঠিন লড়াইয়ে অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ জিতে নিয়েছিলাম ঘুরে দাঁড়িয়ে।’ মার্কা

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!