X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আর্চারি দলের দায়িত্বে জার্মান কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৫আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৭

পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। ছবি-আর্চারি ফেডারেশন। গত নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের সময় ঘোষণা হয়েছিল, বাংলাদেশের আর্চারদের জন্য নতুন কোচ নিয়ে আসা হবে। কথা রেখেছে আর্চারি ফেডারেশন। জার্মান কোচ মার্টিন ফ্রেডরিককে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। দীর্ঘদিন কোচিংয়ের সঙ্গে জড়িয়ে থাকা ফ্রেডরিক মূলত জাতীয় দল নিয়ে কাজ করবেন।

‘তীর গো ফর গোল্ড’-এর আওতায় চুক্তিবদ্ধ ফ্রেডরিকের প্রথম বছরের মাসিক বেতন পাঁচ হাজার ডলার। আর্চারদের পারফরম্যান্স ভালো হলে দ্বিতীয় বছরে বেতন বাড়বে।

চুক্তি স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে উচ্ছ্বাস প্রকাশ করে এই জার্মান কোচ বলেছেন,  ‘আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প দেখে আমি খুব খুশি। বাংলাদেশের আর্চাররা তরুণ। আমি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। ভালো জিমন্যাশিয়ামের জন্য কিছু সরঞ্জাম কেনার তালিকা দিয়েছি। এগুলো যোগ হলে আমরা একটা আধুনিক জিমন্যাশিয়াম পাবো।’

বাংলাদেশকে সাফল্য এনে দেওয়ার লক্ষ্যের কথা জানিয়ে তার মন্তব্য, ‘বাংলাদেশের আর্চাররা যথেষ্ট সম্ভাবনাময়, বিশেষ করে তরুণরা। মনে হচ্ছে রিকার্ভ বা মিশ্র ইভেন্টেই তারা বেশি ভালো করবে। বাংলাদেশের দায়িত্ব আমার জন্য চ্যালেঞ্জিং। আশা করি, বাংলাদেশ আর্চারিতে ভালো করতে পারবে।’

আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন চপল বলেছেন, ‘এতদিন ভারতীয় কোচের অধীনে আর্চাররা প্রশিক্ষণ নিচ্ছিলো। এবার আমরা একজন হাই প্রোফাইল কোচ নিয়ে এসেছি। মার্টিন ফ্রেডরিক খুবই ভালো কোচ, বলা যায় তিনি  বিশ্বের অন্যতম সেরা কোচ।’

তীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান শোয়েব বলেছেন, ‘আর্চারদের ট্রেনিং ক্যাম্পের জন্য সরঞ্জাম কেনার পরিকল্পনা আমাদের আগেই ছিল। নতুন কোচের পরামর্শ মতো আমরা জিমন্যাশিয়ামের সরঞ্জাম কিনবো। নতুন কোচ আমাদের টঙ্গীর আবাসিক ক্যাম্প দেখে খুব খুশি হয়েছেন। আমাদের আর্চারদের নিয়ে তিনি আশাবাদী।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া