X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

র‌্যাংকিংয়ে কোহলির ‍দুর্লভ কৃতিত্ব

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫২

র‌্যাংকিংয়ে কোহলির ‍দুর্লভ কৃতিত্ব দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডে দুই ফরম্যাটে ৯০০ র‌্যাংকিং পয়েন্ট অতিক্রম করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে দক্ষিণ আফ্রিকায় দুরন্ত পারফরম্যান্স করে মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে এই দুর্লভ কৃতিত্ব অর্জন করলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও ওয়ানডে দুটোতেই ৯০০ পয়েন্ট অতিক্রম করেছেন কোহলি। ৯০৯ পয়েন্ট নিয়ে এখন ওয়ানডের শীর্ষ ব্যাটসম্যান তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছয় ম্যাচের সিরিজ ৫-১ এ জিততে তিনটি সেঞ্চুরি হাঁকান কোহলি। ঝুলিতে পুরেছেন ৫৫৮ রান।

গত জানুয়ারিতে টেস্ট র‌্যাংকিংয়ের সর্বকালের সেরাদের তালিকায় ব্রায়ান লারাকে পেছনে ফেলেছিলেন কোহলি। এবার ওয়ানডেতেও ক্যারিবিয়ান গ্রেটকে টপকে গেলেন তিনি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারীদের মধ্যে এখন সাত নম্বরে ভারতীয় ব্যাটসম্যান। ৯৩৫ পয়েন্ট নিয়ে সবার উপরে ভিভিয়ান রিচার্ডস।

ভারতের সাবেক গ্রেট শচীন টেন্ডুলকারের চেয়ে কোহলি ২২ পয়েন্টে এগিয়ে। ১৯৯৮ সালের জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ৮৮৭ পয়েন্ট পেয়েছিলেন ‘লিটল মাস্টার’।

এদিকে বোলার র‌্যাংকিংয়ে আফগানিস্তানের লেগ স্পিনার রশীদ খান ও ভারতীয় পেসার জশপ্রীত বুমরাহ যৌথভাবে শীর্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ এ আফগানিস্তানকে ওয়ানডে সিরিজ জেতাতে ১৬ উইকেট নেন রশীদ। দারুণ ধারাবাহিকতা ধরে রেখে ওয়ানডের ইতিহাসে সর্বকনিষ্ঠ বোলার হিসেবে এক নম্বরে জায়গা করে নিলেন ১৯ বছর ১৫৩ দিন বয়সী এই স্পিনার। তাছাড়া সিরিজের দুই ইনিংসে ৫১ রান ও শেষ ম্যাচে ৪৩ রান করে অলরাউন্ডারের তালিকায় শীর্ষ পাঁচে এসেছেন এ আফগান। সতীর্থ মোহাম্মদ নবির ঠিক পরে চতুর্থ শীর্ষ অলরাউন্ডার রশীদ। ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়ে ১১৪ নম্বরেও তিনি। বুমরাহ দক্ষিণ আফ্রিকা সিরিজে ৮ উইকেট নিয়ে দুই ধাপ এগিয়ে যৌথভাবে শীর্ষে উঠেছেন। ক্রিকইনফো

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা