X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

চেলসির বিপক্ষে গোল পাবেন মেসি!

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৩৬

চেলসির বিপক্ষে এমন হতাশায় সবসময় কেটেছে মেসির লিওনেল মেসি হাতে পাচ্ছেন আরও দুটি ম্যাচ, সময়ের হিসাবে ১৮০ মিনিট। কেউ কি অনুমান করতে পারেন, আর কতটি শট খেললে চেলসির বিপক্ষে গোলের দেখা পাবেন বার্সেলোনার ফরোয়ার্ড! বিশ্বের তাবৎ ক্লাব যার সামনে অসহায়, সেখানে সবচেয়ে বেশি তাকে হতাশ করেছে চেলসি।

মঙ্গলবার স্ট্যামফোর্ড ব্রিজে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে দুই দল মুখোমুখি হওয়ার আগে প্রশ্ন একটাই, ভাগ্যদেবী কি এবারও মুখ ফিরিয়ে নেবেন তার কাছ থেকে?

আগে যেটা কখনও করতে পারেননি মেসি, এবার সেটাই করে দেখাতে হবে। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত ব্লুদের বিপক্ষে ৮ ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৬৫৫ মিনিটে পশ্চিম লন্ডনের ক্লাবের বিপক্ষে ২৯ শট নিয়ে গোল পাননি একবারও।

ছয় বছর আগে সর্বশেষ দেখায় মেসির পেনাল্টি শট লাগলো গোলবারে সর্বশেষ সাক্ষাৎ তো মেসির ভুলে যাওয়ার কথা নয়। ২০১১-১২ মৌসুমে ওইবার রেকর্ড ৭৩ গোল করেছিলেন তিনি। ওইবারই ড্রেসিংরুমে কাঁদতে হয়েছিল তাকে। চেলসির মাঠে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতেছিল বার্সা। কিন্তু দ্বিতীয় লেগ শেষ হয় ২-২ গোলের ড্রয়ে। অথচ মেসির পেনাল্টি শট গোলবারে না লাগলে ১০ জনের চেলসির বিপক্ষে ৩-২ গোলে জিতে ফাইনালে উঠতে পারতো বার্সা। কিন্তু হয়েছে উল্টো, দুই লেগের অগ্রগামিতায় ৩-২ গোলে ফাইনালে যায় ব্লুরা এবং জেতে একমাত্র শিরোপা।

৬ বছর পর মঙ্গলবার আবারও দুই দল দাঁড়াচ্ছে মুখোমুখি। মেসির সামনে সুযোগ ওই হতাশা ভুলে যাওয়ার। কিন্তু অতীত নেই তার পক্ষে। অবশ্য এই মৌসুমের দুর্দান্ত ফর্ম তাকে এনে দিতে পারে আকাঙ্ক্ষিত গোলের দেখা। এবার ৩৭ ম্যাচে ২৭ গোল করেছেন তিনি।

২০০৬ সালে প্রথমসার চেলসির বিপক্ষে মাঠে মেসি মেসি তার ক্যারিয়ারে মুখোমুখি হয়েছেন ৮২ ক্লাবের। এর মধ্যে ১২ দলের বিপক্ষে কখনও গোল করতে পারেননি। এই তালিকায় থাকা ৬ দলের বিপক্ষে কেবল একবার করে খেলেছেন তিনি।

৩০ বছর বয়সী ফরোয়ার্ড চারবার খেলেও গোল করতে পারেননি রুবিন কাজানের বিপক্ষে। এছাড়া বেনফিকা, জেরেজ ও লিভারপুলের বিপক্ষে দুইবার খেলেও পাননি গোলের দেখা। কিন্তু সবচেয়ে বেশি ভুগিয়েছে তাকে চেলসি। ৮ ম্যাচ খেলেও পাননি গোল! বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের বহুদিনের অপ্রাপ্তি কি ঘুচবে আজ? ডেইলি মেইল, মেট্রো 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
সিলেটে আবারও শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন