X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আইসিসি ‘ভুল’ করায় টি-টোয়েন্টির শীর্ষে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৩৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪৭

আইসিসি ‘ভুল’ করায় টি-টোয়েন্টির শীর্ষে অস্ট্রেলিয়া! নিউজিল্যান্ডের বিপক্ষে গত বুধবারের ফাইনালে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। কিছুক্ষণ পর আইসিসি বিজ্ঞপ্তিতে জানায়, ২০ ওভারের ক্রিকেটে পাকিস্তানকে টপকে এখন এক নম্বর অস্ট্রেলিয়ানরা। কিন্তু দুইদিন না যেতেই জানা গেলো, আইসিসি ‘লিখনসংক্রান্ত ভুল’ করায় অস্ট্রেলিয়ার এ উন্নতি। আসলে পাকিস্তানই টি-টোয়েন্টির শীর্ষস্থান ধরে রেখেছে।

বৃহস্পতিবার শেষ সময়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার নিজস্ব ওয়েবসাইট জানায়- এক সপ্তাহ আগে আইসিসির মুখপাত্র একটি হিসাব পাঠায়, যেখানে বলা আছে ত্রিদেশীয় সিরিজে অপরাজিত থাকলে অস্ট্রেলিয়া পাকিস্তানকে টপকে বিশ্বের নতুন এক নম্বর হবে। কিন্তু বুধবার করা হিসাবটি ছিল ভুল।

কিছুটা দেরিতে হলেও ভুল বুঝতে পেরেছে আইসিসি। ক্রিকেট অস্ট্রেলিয়ার এক কর্মকর্তা জানান, প্রাথমিক ওই হিসাব নিকাশকে ‘লিখনসংক্রান্ত ভুল’ বলে স্বীকার করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা এবং দশমিক পয়েন্টের ব্যবধানে পাকিস্তান তাদের এক নম্বর আসনটি ধরে রেখেছে।

ভুল সংশোধনের পর আইসিসি বলেছে, ১২৫.৬৫ পয়েন্ট অস্ট্রেলিয়ার। তারা পাকিস্তানের (১২৫.৮৪) চেয়ে শূন্য দশমিক ১৯ পয়েন্ট পেছনে। তাই অস্ট্রেলিয়া নয়, পাকিস্তান সবার উপরে। আইসিসি সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানায়, ‘অস্ট্রেলিয়া ও পাকিস্তান দুই দলই ১২৬ পয়েন্ট পেয়েছে। কিন্তু সূক্ষ্ম হিসাবে দেখা গেছে অস্ট্রেলিয়া পাকিস্তানের চেয়ে শূন্য দশমিক ১৯ পয়েন্ট পেছনে।’

এতে করে ২০১১ সালের পর প্রথমবার ২০ ওভারের ফরম্যাটে শীর্ষে থাকার আনন্দটা দুইদিনেই শেষ হলো অস্ট্রেলিয়ার। টেস্টে তারা এখন তিন নম্বরে এবং ওয়ানডেতে পঞ্চম। এনডিটিভি

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
কেনাকাটার একাল-সেকাল
অনলাইন শপিংকেনাকাটার একাল-সেকাল
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
বিএনপির ‘ইন্ডিয়া-আউট’ ক্যাম্পেইন: বাস্তবতা ও সম্ভাব্য ফলাফল
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের