X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

‘রাতারাতি মাশরাফির বদলি পাওয়া যাবে না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৯:৫৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৮, ২০:০৫

কোর্টনি ওয়ালশের সঙ্গে মাশরাফি শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আরেকবার মাশরাফি বিন মুর্তজার অভাব খুব ভালো করে টের পেয়েছে বাংলাদেশ। তার মতো বিচক্ষণ অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেটারের বদলি রাতারাতি পাওয়া যাবে না বলে জানিয়েছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ।

যে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ, সেই তাদের ঘরের মাঠেই টাইগারদের পরবর্তী সিরিজ। ভারত ও বাংলাদেশকে নিয়ে শ্রীলঙ্কায় ৬ মার্চ শুরু হতে যাওয়া নিদাহাস ট্রফির আগে দলের আত্মবিশ্বাস বাড়াতে বিশেষ ক্যাম্প শুরু করেছে টাইগাররা ওয়ালশের অধীনে। মিরপুর ইনডোরের এই ক্যাম্পের প্রথম দিনে তিনি কথা বলেছেন মাশরাফিকে নিয়ে।

গত বছরের এপ্রিলে শ্রীলঙ্কা সফরে হঠাৎই টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মাশরাফি। ওয়ানডে ক্রিকেট চালিয়ে গেলেও কুড়ি ওভারের ক্রিকেটে সেই থেকে এই পেসারকে পাচ্ছে না বাংলাদেশ। তার অভাবটাও খুব টের পাচ্ছে টাইগাররা। তরুণ পেসারদের নিয়ে শুরু করা এই ক্যাম্প দিয়ে ‘আগামীর মাশরাফি’ গড়ে তোলার ইঙ্গিত দিলেন ওয়ালশ, ‘রাতারাতি মাশরাফির বদলি পাওয়া যাবে না। সে দক্ষ ও অভিজ্ঞ। এই তরুণরা একটা সময়ে গিয়ে ওই পর্যায়ে পৌঁছাবে, তবে তাদের প্রস্তুত থাকতে হবে কঠোর পরিশ্রমের জন্য, যাতে তারা তাদের দক্ষতার উন্নতি করতে পারে।’

শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ। কারণ দিনকয়েক আগে হোয়াইটওয়াশ হওয়া লঙ্কানদের সঙ্গে মুখোমুখি হতে হবে ফর্মের তুঙ্গে থাকা ভারতের। কঠিন এই লড়াইয়ের আগে মাশরাফিকে টি-টোয়েন্টিতে ফেরানোর কথা উঠেছে আবার। এই পেসারের কুড়ি ওভারের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে ক্যারিবিয়ান কিংবদন্তি বলেছেন, ‘সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যাদের আছে, বিষয়টি তাদের ওপর নির্ভর করছে। ও এখনও ভালো অবস্থানে আছে। বিষয়টা নিয়ে আসলে মাশরাফি ও নির্বাচকরা চিন্তা করবেন এই মুহূর্তে সে (মাশরাফি) কীভাবে সাহায্য করতে পারবে বাংলাদেশকে।’

মাশরাফি সঠিক সিদ্ধান্তই নেবেন বলে বিশ্বাস ওয়ালশের, ‘তাকে (টি-টোয়েন্টিতে ফেরার ব্যাপারে) জিজ্ঞেস করা হলে আমি নিশ্চিত সে সঠিক কাজটাই করবে। আর মাশরাফি সেটাই করবে, যেটা সে করতে পারবে। কোনও কিছুতেই আমি অবাক হবো না, কারণ সে মেধাবী ছেলে।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা