X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের জার্সিতে ফিরছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৩৭

বেন স্টোকস আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস। ‘বিতর্কিত কর্মকাণ্ডে’ জাতীয় দল থেকে সাময়িক নিষিদ্ধ থাকার পর নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ইংল্যান্ডের জার্সিতে মাঠে ফিরছেন এই অলরাউন্ডার।

রবিবার হ্যামিল্টনে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচ দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে স্টোকসের। অন্তত তেমনই ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক এউইন মরগান।

বিস্টলে পানশালার বাইরে মারামারির ঘটনায় অভিযুক্ত হওয়ায় গত সেপ্টেম্বর থেকে স্টোকস নিষিদ্ধ ছিলেন জাতীয় দল থেকে। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছিল, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জাতীয় দলের বাইরে থাকবেন এই অলরাউন্ডার। বিস্টলের আদালতে নিজেকে নির্দোষ দাবি করে যুক্তি উপস্থাপন শেষে গত সপ্তাহে স্টোকস যোগ দেন দলের সঙ্গে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের দল এখনও ঘোষণা করেনি ইংলিশরা। যদিও মরগানের কথায় ইঙ্গিত মিলেছে তার খেলার। শনিবার অনুশীলনের ফাঁকে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক বলেছেন, ‘ওকে খুব ভালোই দেখাচ্ছে। দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে অনুশীলন চালিয়ে যাচ্ছে, যা দেখে বেশ ভালোই মনে হচ্ছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘কয়েকটা ম্যাচ খেললে আরও ভালো জায়গায় আসবে, সঙ্গে স্বস্তিটাও ফিরবে...কেননা অনেক লম্বা সময় পর এটা তার প্রথম ম্যাচ।’

নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেওয়ার পর থেকে নেট অনুশীলন চালিয়ে যাচ্ছেন স্টোকস। তার সঙ্গে ইংল্যান্ড স্কোয়াডে যোগ দিয়েছেন জো রুট, মঈন আলী, ক্রিস ওকস ও জনি বেয়ারস্টো। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না তারা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
আট বছর পর জাবিতে ডিন নির্বাচন
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা