X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

টেস্ট দলের দরজাও খুলে গেল ক্লাসেনের

স্পোর্টস ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১৭

এবার টেস্ট দলের দরজাও খুলে গেল হাইনরিখ ক্লাসেনের ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝড়ো ইনিংস খেলার পর চলছে হাইনরিখ ক্লাসেন-বন্দনা। এর মধ্যেই আবার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান পেলেন বড় সুসংবাদ। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি।

ক্লাসেনের সঙ্গে দলে নতুন মুখ অলরাউন্ডার উইয়ান মুলদার। ভারতের বিপক্ষে খেলা টেস্ট দলের আন্দিলে ফেহলুকাও ও ক্রিস মরিসের জায়গায় সুযোগ পেয়েছেন তারা। ক্লাসেন ও মুলদারের মধ্যে যিনি সুযোগ পাবেন অস্ট্রেলিয়া সিরিজে, তিনি হবেন দক্ষিণ আফ্রিকার ১০০তম টেস্ট খেলোয়াড়।

ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেয়েছে প্রোটিয়ারা ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে, যাতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিকরা। কুড়ি ওভারের ফরম্যাটে প্রমাণ দেওয়া এই ব্যাটসম্যানকে পাঁচ দিনের ক্রিকেটেও সুযোগ দিলেন দক্ষিণ আফ্রিকার নির্বাচকরা। তাকে দলে নেওয়া প্রসঙ্গে জাতীয় নির্বাচক প্যানেলের সদস্য লিন্দা জোন্দি বলেছেন, ‘প্রোটিয়াদের হয়ে সাদা বলের ক্রিকেটে অসাধারণ পারফর্ম করেছে ক্লাসেন। আমরা বিশ্বাস করি পাঁচ দিনের ক্রিকেটেও সে ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে মেলে ধরবে।’ সঙ্গে যোগ করেছেন, ‘স্কোয়াডে ডি ককের ব্যাকআপ হিসেবে বাড়তি একজন উইকেটরক্ষক রাখার কথাটাও মাথায় রেখেছি।’

ভারতের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট থেকে ছিটকে যাওয়া অধিনায়ক ফাফ দু প্লেসি আছেন স্কোয়াডে। এবি ডি ভিলিয়ার্সও রয়েছেন প্রথম দুই টেস্টের স্কোয়াডে। চার ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটি শুরু ১ মার্চ থেকে।

প্রথম দুই টেস্টের স্কোয়াড:

ফাফ দু প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, তেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, থিউনিস ডি ব্রুইন, এবি ডি ভিলিয়ার্স, ডিন এলগার, হাইনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, অ্যাইডেন মারক্রাম, মরনে মরকেল, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিনি, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া