X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘টি-টোয়েন্টিতে ফেরা শুধু মাশরাফির ওপরেই নির্ভর করছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৯আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৯

মাশরাফি মুর্তজা দেশের ক্রিকেটাঙ্গনে হঠাৎ গুঞ্জন, টি-টোয়েন্টি দলে ফিরতে পারেন মাশরাফি মুর্তজা। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক অবশ্য কয়েক বারই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন,টেস্টে ফিরলেও টি-টোয়েন্টিতে ফেরার ইচ্ছে নেই তার।

আগামী মাসে বাংলাদেশ ও ভারতকে নিয়ে নিদাহাস ট্রফি আয়োজন করবে শ্রীলঙ্কা। এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফির খেলা নিয়ে গুঞ্জন উঠলেও খালেদ মাহমুদ সুজন মনে করেন, নিজের সিদ্ধান্তে অটল থাকবেন ‘নড়াইল এক্সপ্রেস’।

শনিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর সুজন সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমার মনে হয় না মাশরাফি টি-টোয়েন্টি দলে ফিরতে চায়। তবে টি-টোয়েন্টিতে ফেরার সিদ্ধান্ত সম্পূর্ণ ওর ওপরে নির্ভর করছে। যদি ও খেলতে চায়, তাহলে বোর্ডকে জানাতে হবে। এরপর ওকে দলে নেওয়ার কথা চিন্তা করবো আমরা। মাশরাফি খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, বিশেষ করে নতুন বলে। আর আমরা সবাই জানি ইদানীং নতুন বলে পাওয়ার প্লেতে আমাদের বোলিং ভালো হচ্ছে না।’

গত বছর শ্রীলঙ্কা সফরের সময় হঠাৎ টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি। তার আগে টি-টোয়েন্টি দলকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানিয়ে তাকে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার অনুরোধ করা হয়েছিল। তবে মাশরাফি শুধু নেতৃত্ব নয়, অবসরই নিয়ে ফেলেছিলেন। সেদিনের স্মৃতিচারণ করে সুজনের মন্তব্য, ‘শ্রীলঙ্কায় আমি দলের সঙ্গেই ছিলাম। মাশরাফি ঘোষণাটা দেওয়ার এক মুহূর্ত আগেও বলেনি  যে অবসর নেবে। আমি জানতে পেরেছি টসের সময়। তখন ওর সঙ্গে আলোচনা করার কোনও সুযোগ ছিলো না। কারণ ও ঘোষণাটা দিয়েছিল আন্তর্জাতিক মাধ্যমে। মাশরাফি টি-টোয়েন্টি দলে ফিরলে তো বাংলাদেশের জন্যই ভালো।’

খেলোয়াড় হিসেবে না হলে নিদাহাস ট্রফিতে মাশরাফিকে দলের ‘মেন্টর’ হিসেবে দেখা যেতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সুজন অবশ্য এমন সম্ভাবনা স্রেফ উড়িয়ে দিলেন,  ‘যেহেতু মাশরাফি প্রিমিয়ার লিগে খেলছে, তাই এমন কোনও সুযোগ নেই।  কারণ কোনও  ক্লাবই এটা মেনে নেবে না।  তবে জাতীয় দলে  খেললে অন্য ব্যাপার।’

মাশরাফির আবার টেস্ট খেলা প্রসঙ্গে সুজন বলেছেন, ‘মাশরাফি কয়েকটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছে আর সে সব ম্যাচে ভালো পারফর্ম করেছে। জানি না ভবিষ্যতে টেস্ট দলে মাশরাফিকে ভাবা হবে কিনা। তবে যে কোনও দলে ও থাকা মানে অর্ধেক জয় চলে আসা।’

/আরআই/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
হেলমেটের মান নির্ধারণ হবে কবে?
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ঝালকাঠিতে নিহত ১৪ জনের পরিবার পাচ্ছে ৫ লাখ টাকা করে
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ‘আসমানে যাইও নারে বন্ধু’ গানের স্রষ্টা
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি