X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

ফুটবল দল নিয়ে আশাবাদী ওর্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৫৮

বিকেএসপিতে অ্যান্ড্রু ওর্ডের তত্ত্বাবধানে চলছে অনুশীলন। ছবি-বাফুফে আগামী সেপ্টেম্বরে ঢাকায় অনুষ্ঠেয় সাফ ফুটবলকে সামনে রেখে দীর্ঘমেয়াদে অনুশীলনে ব্যস্ত প্রাথমিক দলে ডাক পাওয়া খেলোয়াড়রা। বিকেএসপিতে আবাসিক অনুশীলন চলছে অ্যান্ড্রু ওর্ডের তত্ত্বাবধানে। জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ ধীরে-সুস্থে এগোনোর পক্ষে।

রবিবার বিকেএসপিতে অনুশীলনের ফাঁকে ওর্ড বললেন, ‘দলে অনেক নতুন খেলোয়াড় এসেছে। সবাই নতুন করে শুরু করেছে। সবার আগে খেলোয়াড়দের ফিটনেস ঠিক করতে চাই। তারপর ভালো দল গড়ার দিকে মনোযোগ দেবো।’

গত কয়েক বছরে ছেলেদের ফুটবল শুধু হতাশই করেছে বাংলাদেশকে। ওর্ড অবশ্য আশার কথাই শোনালেন, ‘দল নিয়ে আমি আশাবাদী। তবে এখনই শতভাগ সাফল্য আশা না করাই ভালো। আমার লক্ষ্য একটা ভালো দল গড়া। সব জায়গায় ভালো খেলতে পারলে এক সময় আমাদের একটা অবস্থান তৈরি হবে, আর তখন সাফল্যও ধরা দেবে।’

তবে সাফল্যের জন্য আরও পেশাদার মানসিকতার প্রয়োজন বলে মনে করেন জাতীয় দলের অস্ট্রেলিয়ান কোচ, ‘সব কিছু ঠিকঠাক হওয়া প্রয়োজন। ফুটবলারদের আরও পেশাদার হতে হবে, ফেডারেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেককে ঠিকঠাক কাজ করতে হবে। একটা নতুন জাতীয় দল গড়ে তুলতে এটাই একমাত্র পথ।’

দলের নতুনদের নিয়ে ওর্ডের মন্তব্য, ‘আমার হাতে কয়েকজন নতুন খেলোয়াড় আছে। ওদের ভবিষ্যত ভালো, মাঠে ওরা বেশ আন্তরিক। ওদের নিয়ে প্রায় দুই সপ্তাহ ধরে কাজ করছি, তবে আরও কাজ করতে হবে।’

সোমবার বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। ২৭ মার্চ লাওসের বিপক্ষে মাঠে নামার আগে কাতার ও থাইল্যান্ডে চারটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
দ্বিতীয় বিয়ে করায় ছেলের আঘাতে প্রাণ গেলো বাবার
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, শিশুসহ নিহত ৮
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!