X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

তামিমের সঙ্গে ব্যর্থ পেশাওয়ারও

স্পোর্টস ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৩৮আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০১:৪৬

কামরানকে ফেরালেন আমির, পরের ওভারে তামিমও আউট তার বলে পাকিস্তান সুপার লিগের দ্বিতীয় ম্যাচে জ্বলে উঠেছিলেন তামিম ইকবাল। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে পেশাওয়ার জালমির জয়ে ৩৯ রানে অবদান রেখেছিলেন বাংলাদেশি ওপেনার। কিন্তু রবিবার করাচি কিংসের বিপক্ষে দলের তৃতীয় ম্যাচে ব্যর্থ তিনি। তার দল পেশাওয়ার হেরেছে ৫ উইকেটে।

করাচির বিপক্ষে এদিন মাত্র ১২ বল খেলেছেন তামিম। দুটি চারে ১১ রান করেছেন তিনি।

করাচি কিংসের বিপক্ষে পেশাওয়ার শুরুটা দারুণ করলেও মোহাম্মদ আমিরের পেসে বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানের এই পেসার তারা টানা দুই ওভারে দুই ওপেনারকে ফেরান। কামরান আকমলকে ১৪ রানে আউট করেন আমির। তার দ্বিতীয় শিকার হন তামিম।

প্রথম ওভারে করাচি অধিনায়ক ইমাদ ওয়াসিমের দুটি বল খেলেন তামিম। দ্বিতীয় বলে নেন একটি সিঙ্গেল। তৃতীয় ওভারে টাইমার মিলসকে দুটি চার মেরে ঝড়ো ব্যাটিংয়ের ইঙ্গিত দেন এই বাঁহাতি ওপেনার। কিন্তু চতুর্থ ওভারের প্রথম বলেই আমিরের শিকার হন তামিম। পেছনে উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়েন তিনি।

ডোয়াইন স্মিথ ছাড়া তার দলের সবাই অসহায় আত্মসমর্পণ করেছে। ৫১ বলে চারটি চার ও পাঁচটি ছয়ে ৭১ রানে অপরাজিত ছিলেন এই ক্যারিবীয় ব্যাটসম্যান। তিনি ছাড়া কেবল তামিম ও কামরান দলের পক্ষে দুই অঙ্কের ঘরে পৌঁছান। ৯ উইকেটে পেশাওয়ার করে ১৩১ রান।
জবাবে ১৯.৪ ওভারে ৫ উইকেটে ১৩৫ রান করে করাচি। এই নিয়ে দুটি ম্যাচই জিতলো তারা। দলের পক্ষে সবচেয়ে বেশি ২৯ রান করেন জো ডিনলি। ২৮ রান আসে বাবর আজমের ব্যাটে।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুলতান সুলতানসের বিপক্ষে তামিমের রান ছিল ১১। ওই ম্যাচটি তারা হারে ৭ উইকেটে। এরপর ইসলামাবাদের বিপক্ষে শনিবার ২৯ বলে দুটি করে চার ও ছয়ে ৩৯ রান করেন তিনি। পেশাওয়ার জেতে ৩৪ রানে। 

৩ ম্যাচে মাত্র একটি জয়ে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে পেশাওয়ার। ২ ম্যাচে ৪ পয়েন্টে সবার উপরে করাচি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৫ এপ্রিল, ২০২৪)
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী