X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

বাবার জন্য ট্রফি জিততে চান জিমি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০১৮, ২০:৩৩আপডেট : ০৪ মার্চ ২০১৮, ২১:৪৪

সংবাদ সম্মেলনে জিমি (ফাইল ছবি) ১১ ফেব্রুয়ারি হকির সাবেক তারকা আব্দুর রাজ্জাক সোনা মিয়া পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তার উত্তরসূরি রাসেল মাহমুদ জিমি, বর্তমান জাতীয় দলের অধিনায়ক। অনেকটা শোককে শক্তিতে রুপান্তরিত করে ওমান যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। রবিবার সরকারি আদেশ পাওয়ায় এখন আর এশিয়ান গেমসের বাছাই পর্বে যেতে কোনও বাধা নেই। ওমানে ট্রফি জেতার জন্যই যাচ্ছে বাংলাদেশ। যেন বাবাকে ট্রফিটা উৎসর্গ করতে পারেন জিমি।

আগামী ৮ থেকে ১৭ মার্চ পর্যন্ত ওমানে হবে বাছাই পর্ব। এতে অংশ নিতে আগামী মঙ্গলবার রাতে ঢাকা ছাড়বে লাল-সবুজের দল। বাছাই পর্ব নিয়ে জিমি আশাবাদী, ‘টুর্নামেন্টটি ভালো হবে। লড়াই হবে সবার মধ্যে। আমাদের শিরোপা ধরে এগিয়ে যেতে হবে। ওমানের মাঠে খেলা, একটু কঠিন হবে।’

স্বাগতিক ওমান প্রসঙ্গে এই তারকা বলেছেন, ‘চাপ কিছু না। যদি স্বাভাবিক খেলাটা খেলতে পারে সবাই, তাহলে জয় আসবেই। তাদের আমরা এর আগে অনেক বার হারিয়েছি। তারা যতোই শক্তিশালী হোক না কেন, আমাদের ওপর অনেক কিছু নির্ভর করে। ভালো খেলতে হবে। তাহলে প্রতিপক্ষ চাপে পড়বে। ওরা ভালো দল। ভালো প্রস্তুতি ওদের।’

এবারের দল নিয়ে উচ্ছসিত জিমি, ‘আমাদের দলটি ভালো। পারফরম্যান্স দিয়েই দলে ঢুকেছে সবাই, বিশেষ করে নতুনরা। তাদের এখন প্রমাণের পালা যে ভালো খেলতে হবে ও দলকে কিছু দিতে হবে। এছাড়া আমাদের প্রস্তুতি ভালো। এখন বাছাই পর্বে খেলার অপেক্ষা।’

এত কিছুর ভিড়ে জিমি সদ্য প্রয়াত বাবাকে খুঁজে ফেরেন। এই প্রথম কোনও আন্তর্জাতিক আসরে খেলতে যাচ্ছেন, যেখানে পাশে বাবা নেই! জিমিদের পরিবারে এখনও যে শোকের ছায়া।

জিমি একটু বিষণ্ন মনেই বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাবা ছিল বড় অনুপ্রেরণা। তার কাছ থেকে অনেক পরামর্শ নিতাম। সবসময় আমার পাশে ছিল। মাঠে যাওয়ার আগে সালাম করে বের হতাম। খেলার সবকিছু তার সঙ্গে ভাগাভাগি করে নিতাম। এখন কাকে সালাম করব? বাসায় এখনও যে শোকের ছায়া। বাবা নেই, তারপরও খেলতে হবে। এবার বাবার জন্যই ট্রফি জিততে চাই। জিতেই তাকে ট্রফি উৎসর্গ করতে চাই।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
রাজধানীর ফুটপাত থেকে অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
আইপিএল নিয়ে আফসোস আছে শরিফুলের
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
চলচ্চিত্র ও টেলিভিশন খাতে বাংলাদেশ-ভারতের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট