X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

‘চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলবে রিয়াল’

স্পোর্টস ডেস্ক
০৫ মার্চ ২০১৮, ১৯:৩০আপডেট : ০৫ মার্চ ২০১৮, ১৯:৩০

ডেভর সুকার টানা দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ জিতে গত মৌসুমেই রেকর্ড গড়েছে রিয়াল মাদ্রিদ। জিতেছিল লা লিগাও। কিন্তু এবার ঘরোয়া লিগে অনেক পিছিয়ে আছে তারা। লা লিগায় তাদের শুরুটা বাজে হলেও চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ফর্মে জিনেদিন জিদানের শিষ্যরা। দুটি শীর্ষ প্রতিযোগিতার মঞ্চে ভিন্ন রূপে দেখা যাচ্ছে রিয়ালকে। ক্রোয়েশিয়াকে ১৯৯৮ সালের বিশ্বকাপ সেমিফাইনালে নেওয়া ডেভর সুকারের বিশ্বাস, এবারও ফাইনাল খেলবে তার সাবেক দল।

ফ্রান্স বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার আগের বছর রিয়ালের হয়ে লা লিগা জিতেছিলেন সুকার। কিন্তু ১৯৯৭ সালে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর সেই শিরোপা ধরে রাখতে পারেনি রিয়াল। বরং ১৯৯৮ সালে লা লিগায় দৈন্যদশার মাঝেও তার দল জেতে সপ্তম ইউরোপিয়ান কাপ।

দুই দশক পর সেই রিয়ালকেই যেন খুঁজে পাচ্ছেন ১৯৯৮ সালের বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬ গোল করা সুকার। ক্রোয়েশিয়ার সাবেক এই তারকা বলেছেন, ‘সবকিছুর থেকে চ্যাম্পিয়নস লিগ আলাদা, জাতীয় সঙ্গীত, আবহ। যদি রিয়াল মাদ্রিদ শারীরিকভাবে শক্তিশালী হয় তাহলে তারা যে কাউকে হারাতে পারে। জুভেন্টাসের বিপক্ষে ফাইনালে সেটা প্রমাণিত হয়েছে। অনেকে জুভদের রক্ষণশক্তি নিয়ে কথা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। আমি আশা করি রিয়াল মাদ্রিদ কিয়েভে ফাইনাল খেলবে।’

চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত, কিন্তু লা লিগায় বাজে ফর্মে কেন রিয়াল? মার্কার এই প্রশ্নের উত্তরে জিদানের ওপর আস্থা প্রকাশ করলেন সুকার, ‘আমি জানি না। কোচকে জিজ্ঞাসা করুন। আমি কাউকে উপদেশ দিতে চাই না। কারণ জিনেদিন জিদানের ওপর পূর্ণ আস্থা আছে। আশা করি ফ্লোরেন্তিনো পেরেজ তার সঙ্গে নতুন চুক্তি করবে।’

প্রথম লেগে ৩-১ গোলে জিতেছে রিয়াল। মঙ্গলবার পার্ক ডি প্রিন্সেসে শেষ ষোলোর দ্বিতীয় লেগে যেন তারা মাটিতেই পা রাখে এই সতর্কবার্তা দিলেন তাদের সাবেক স্ট্রাইকার, ‘রিয়ালকে অন্তত এক গোল করতে হবে। কিন্তু তাদের এমনভাবে খেলতে হবে যেন তারা মনে করে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছে। পিএসজিতে এমন খেলোয়াড় আছে যারা ক্ষতি করতে পারে। অবশ্য রিয়াল জানে কীভাবে লড়াইয়ে জিততে হবে। প্রথম লেগ তাদের মানসিকতার জন্য গুরুত্বপূর্ণ ছিল।’

রিয়ালকে ফাইনালে দেখলেও চ্যাম্পিয়ন হবে কিনা এ ব্যাপারে সুকারের কৌশলী বক্তব্য, ‘আমি এটা কোয়ার্টার ফাইনালের পর বলতে পারব। কিন্তু রিয়াল এই বাধা উতরে যাবে এবং কিয়েভে ফাইনাল খেলবে।’ মার্কা

 

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
পাকিস্তানে জাপানি নাগরিকদের লক্ষ্য করে জঙ্গি হামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
মাদারীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
বেসিস নির্বাচনে ওয়ান টিমের প্যানেল ঘোষণা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল, সেমিফাইনালে আটালান্টা
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন