X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

টেনিসে বাংলাদেশ-মালয়েশিয়ার লড়াই শুরু ৮ মার্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৮, ২১:৪৪আপডেট : ০৬ মার্চ ২০১৮, ২২:১৪

প্রতিযোগিতার লোগো উন্মোচন হলো মঙ্গলবার আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের নির্ধারিত সূচির বাইরে খেলার সুযোগ কমই হয় বাংলাদেশের খেলোয়াড়দের। এবার টেনিস ফেডারেশন তাদের সেই সুযোগ করে দিয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে আগামী ৮ মার্চ থেকে দুই দিনের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ।

রমনা টেনিস কমপ্লেক্স ও উত্তরা ক্লাবে হবে এই প্রতিযোগিতা। ডেভিস কাপের আদলে দুটি একক ও একটি দ্বৈত ম্যাচ খেলা হবে। বাংলাদেশ দলে আছেন অমল রায়, রঞ্জন রাম, দীপু লাল ও আখতার হোসেন।

মঙ্গলবার টেনিস ফেডারেশনে সংবাদ সম্মেলনে তথ্য দেন টুর্নামেন্ট ডিরেক্টর এ এস এম হায়দার।

বেশ কিছুদিন ধরে বাংলাদেশ ডেভিস কাপের গ্রেড-৪ এ খেলছে। আর মালয়েশিয়া খেলছে গ্রেড-২ এ। বাংলাদেশের চেয়ে মালয়েশিয়ার ডেভিস কাপের র‌্যাঙ্কিংও ২৪ ধাপ উপরে। বর্তমানে মালয়েশিয়ার র‌্যাঙ্কিং ৯১, বাংলাদেশের ১১৫।

এই দ্বিপাক্ষিক সিরিজ পেয়ে জাতীয় দলের কোচ মুজাহিদুল হক মন্টি বেশ খুশি, ‘আমাদের খেলোয়াড়েরা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ ওইভাবে পায় না। মালয়েশিয়া দলে রয়েছে অভিজ্ঞ খেলোয়াড়, ওদের সঙ্গে খেলতে পারলে আমাদের ছেলেদের অভিজ্ঞতা বাড়বে। এমন প্রতিযোগিতা আরও বেশি হলে ভালো হবে।’

ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম মোরশেদ বললেন, ‘আমরা শুরুতে মালয়েশিয়াকে খেলতে আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা রাজি হয়েছে। ভবিষ্যতে হয়তো আমাদের খেলোয়াড়রাও মালয়েশিয়ায় যেতে পারবে। তবে শুধু মালয়েশিয়া না, নেপাল, ভুটান ও মালদ্বীপের মতো দেশগুলোর সঙ্গেও দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের চেষ্টা করছি আমরা।’ 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা, ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাপায় চালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!