X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

ছেলেদের কোচ হয়ে ডালিয়ার ‘ইতিহাস’

তানজীম আহমেদ
০৮ মার্চ ২০১৮, ১৫:০৪আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:০৪

ডালিয়া আক্তার বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নারীদের এখন দৃপ্ত পদচারণা। শুধু খেলার মাঠে নয়, সংগঠক হিসেবেও দেশের জন্য অনেক অবদান রাখছেন নারীরা। আন্তর্জাতিক নারী দিবসে তাদেরই কয়েকজনকে নিয়ে বাংলা ট্রিবিউনের বিশেষ আয়োজনে থাকছে হ্যান্ডবল কোচ ডালিয়া আক্তারের কথা।

একজন মেয়ে হয়ে ছেলেদের দলের কোচের দায়িত্ব! শুনতেই কেমন জানি লাগে, মনে হয় ‘অসম্ভব’। তবে ডালিয়া আক্তার ‘অসম্ভব’কে সম্ভব করেছেন। গত জানুয়ারিতে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ঢাকা জেলার কোচ হিসেবে অভিষেক হয়েছিল তার। দলকে পঞ্চম স্থান এনে দেওয়া ডালিয়া ছেলেদের কোচ হয়ে যেমন আলোড়ন তুলেছেন, তেমনি তার খেলোয়াড়ি জীবনও উজ্জ্বল।

নিজের শহর মাদারীপুরে স্কুল হ্যান্ডবলে অংশ নিয়ে খেলাটাকে ভালোবেসে ফেলেন ডালিয়া। একটু বড় হওয়ার পর ঢাকায় চলে আসতে চাইলে বাবা প্রথমে রাজি হননি। কিন্তু মেয়ের কীর্তির কথা চারদিকে ছড়িয়ে পড়লে বাধা দেননি শেষ পর্যন্ত। রাজধানীতে এসে পারফরম্যান্স দিয়ে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে। তিনি এখন জাতীয় দলের অধিনায়ক, ঢাকা জেলার কোচ আর সাউথ ব্রিজ স্কুলের গেম টিচার।

ডালিয়া বললেন, ‘মাদারীপুর জেলায় স্কুল হ্যান্ডবল দিয়ে আমার ক্যারিয়ার শুরু। ১৯৯৫ সালের ডিসেম্বরে ঢাকায় আসি। ২০০০ সাল থেকে জাতীয় দলে খেলছি। এখন আমি জাতীয় দলের অধিনায়ক। বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছি, সাফল্যও পেয়েছি।’

খেলার পাশাপাশি কোচিং কোর্স, এমনকি রেফারিং কোর্সও করছেন ডালিয়া। হ্যান্ডবল নিয়ে তার অনেক স্বপ্ন, ‘আরও কিছুদিন হ্যান্ডবল খেলে যেতে চাই। তারপর কোচিংয়ে সম্পূর্ণ মনোযোগ দেবো। এ মাসেই জাপানে যাচ্ছি হাই পারফরম্যান্স কোর্স করতে। ভবিষ্যতে জাতীয় দলের কোচ হতে চাই।’

ডালিয়ার সৌভাগ্য, অনেকের মতো তাকে খেলার জন্য খুব বেশি বাধার সামনে পড়তে হয়নি। জাতীয় দলের অধিনায়ক জানালেন, ‘আমার পরিবার থেকে তেমন বাধা আসেনি। হয়তো পরীক্ষার কারণে কখনও-কখনও খেলা হয়নি। বাবা অবশ্য শুরুতে ঢাকায় এসে খেলতে দিতে রাজি হচ্ছিল না। কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কীর্তির কথা জানার পর আর বাধা দেয়নি।’

পুরুষদের দলে একজন নারীর কোচ হওয়ার কথা শুনলে অনেকেই অবাক হয়। ডালিয়ার কাছে অবশ্য এটা অস্বাভাবিক কিছু নয়, ‘আমার মতে, একজন কোচের পরিচয় শুধুই কোচ। এখানে ছেলে কিংবা মেয়ে বড় কথা নয়। ঢাকা দলের ছেলেরা আমাকে খুশি মনেই কোচ মেনে নিয়েছে। তারা আমাকে একজন কোচ হিসেবে দ্যাখে, মহিলা হিসেবে নয়। ফেডারেশনও আমাকে সম্মান করে। তবে একজন মেয়ে হয়ে ছেলেদের দলের কোচ হওয়া সোজা কথা নয়। সমাজে পরিবর্তন এসেছে বলেই এটা সম্ভব হয়েছে।’

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি
ডিপ্লোমাধারীদের বিএসসির মর্যাদা দিতে কমিটি