X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

জুভেন্টাস কোচের চোখে বার্সেলোনা-রিয়াল ফেভারিট

স্পোর্টস ডেস্ক
০৮ মার্চ ২০১৮, ১৮:০৩আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৮:০৩

জুভেন্টাসের শেষ আটে ওঠার আনন্দ টটেনহামের মাঠে গিয়ে শুরুতে পিছিয়ে পড়েও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালেও শিরোপা জেতার দৌড়ে ইতালিয়ান ক্লাবটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ফেভারিট মানছেন বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে।

৩ মিনিটের মধ্যে ২ গোল করে ওয়েম্বলির দ্বিতীয় লেগ জিতে মাঠ ছাড়ে জুভেন্টাস। এই জয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ অগ্রগামিতায় শেষ আটে উঠে যায় ইতালিয়ান ক্লাবটি। যাতে কোয়ার্টার ফাইনালে তারা সঙ্গী হয় রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির। এদের সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা আছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের। অ্যালেগ্রি তার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং সামনের দিকে যাওয়ার ভালো সম্ভাবনাও দেখছেন, তবে শিরোপা জেতার লড়াইয়ে ফেভারিট হিসেবে দেখছেন বার্সেলোনা ও রিয়ালকে।

শেষ আট নিশ্চিতের পর ইতালিয়ান কোচ বলেছেন, ‘প্রথমত, এই জয়ে আমরা ভীষণ খুশি, যাতে আমরা শেষ আটে পৌঁছে গেছি। জুভেন্টাসে যোগ দেওয়ার প্রথম দিন থেকে আমি আমার লক্ষ্যের কথা বলেছি, যতটা দূরে যাওয়া সম্ভব, যেতে চাই। তবে আপনাকে চারপাশটাও দেখতে হবে। আমরা শেষ আটে পৌঁছেছি, যেখানে অনেক ভালো দল আছে।’

সবার চেয়ে স্প্যানিশ দুই ক্লাবকে এগিয়ে রাখলেন অ্যালেগ্রি, ‘লোকজন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার কথা বলছে, হয়তো তারাই ফেভারিট; অবশ্য এর মানে এই নয় যে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা রাখি না।’ সঙ্গে যোগ করলেন, ‘বায়ার্ন মিউনিখ আরেকটি দল, যারা সবকিছু পাল্টে দিতে পারে।’ গোল ডটকম

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
রাশিয়ার হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সুবিধা ক্ষতিগ্রস্ত
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
২৪ ঘণ্টার মধ্যে মেট্রোরেল লাইনের ওপর থেকে ক্যাবল সরানোর অনুরোধ
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রীর কাছে অসন্তোষ জানালেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
ইতিহাস বিকৃতিতে ব্যর্থ হয়ে বিএনপি আবোল-তাবোল বলছে: হাছান মাহমুদ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়