X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

‘বিশ্বকাপের আগে ঠিক হয়ে যাবে নেইমার’

স্পোর্টস ডেস্ক
০৯ মার্চ ২০১৮, ১৭:২৩আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:২৭

‘বিশ্বকাপের আগে ঠিক হয়ে যাবে নেইমার’ বিশ্বকাপের আগে ইনজুরিতে পড়েছেন নেইমার। সবচেয়ে বড় কথা চোটের কারণে অস্ত্রোপচার পর্যন্ত করতে হয়েছে তাকে। তাই রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলিয়ান তারকার খেলা নিয়ে জন্মেছে সংশয়। যদিও পিএসজি ফরোয়ার্ডের জাতীয় দল সতীর্থ গাব্রিয়েল হেসুস শঙ্কার কিছু দেখছেন না।

ফরাসি লিগ ওয়ানে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে অ্যাঙ্কেলে আঘাত পেয়ে মাঠ ছাড়া নেইমারকে পরে যেতে হয় ছুরি-কাঁচির নিচে। এজন্য লম্বা সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। বিশ্বকাপ শুরু হতে তিন মাসের বেশি সময় থাকলেও এই ধরণের অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে মাঠে ফিরতে  তিন মাস লেগে যেতে পারে বলে মত বিশেষজ্ঞ চিকিৎসকদের। যদিও সাবেক বার্সেলোনা তারকার বিশ্বকাপ খেলা নিয়ে কোনও সংশয় দেখছেন না হেসুস।

২০১৬ সালের জুনে ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর তিতে আক্রমণের দায়িত্ব তুলে দিয়েছেন নেইমার ও হেসুসের সঙ্গে। বিশ্বকাপেও তাদের জুটির দিকে তাকিয়ে থাকবে ব্রাজিল। আক্রমণ সঙ্গীর বিশ্বকাপ খেলা প্রসঙ্গে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড বলেছেন, ‘ইনজুরিতে পড়ার ঠিক পরই নেইমার আমাকে মেসেজ করেছিল। ওকে জানিয়েছিলাম আমি কেমন অনুভব করছি এবং আমার সেরে ওঠাটা কেমন কাজ করছে।’ সঙ্গে যোগ করেছেন, ‘ও যোদ্ধা, (বিশ্বকাপের আগে) সবকিছু ঠিক হয়ে যাবে।’

চোটে পড়ার পর অনেক সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলে একটা ভয় কাজ করে। হেসুস সেটা মানছেনও। নিজে লম্বা সময় পর মাঠে ফিরেছেন বলে অভিজ্ঞতাটা তার অনেক বেশি। সেই অভিজ্ঞতা থেকে বললেন, ‘আমার মধ্যে এখনও ভয় কাজ করছে। কিছু নড়াচড়ায় মনে হয় আমি বুঝি আবার চোটে পড়ে যাচ্ছি। আমি জানি যে কোনও কিছু সম্ভব।’ এএফপি

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
মৌলভীবাজারে ৬ জনের মৃত্যুর ঘটনা মর্মান্তিক: মানবাধিকার কমিশন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
কুমিল্লা মেডিক্যাল সেন্টার হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি