X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বাবা অটোরিকশা চালক, ছেলে স্বর্ণজয়ী শুটার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১৮:০৫আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৮:১৭

বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণপদক জিতেছেন মেহেদী হাসান লিমন বাবা মোহাম্মদ রঞ্জু শেখ সিএনজিচালিত অটোরিকশা চালক। নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া মেহেদী হাসান লিমন অনেক লড়াই করে শুটিং চালিয়ে যাচ্ছেন। তার পরিশ্রম আর সংগ্রাম সার্থক। বাংলাদেশ যুব গেমসের প্রথম স্বর্ণপদক জিতে নিয়েছেন রাজশাহী বিভাগের লিমন। ওপেন সাইট এয়ার রাইফেল ইভেন্টে ২৪৭ পয়েন্ট স্কোর করে সবাইকে পেছনে ফেলেছেন তিনি।

২৩৯ পয়েন্ট স্কোর করে রুপা পেয়েছেন ঢাকা বিভাগের ফজলে রাব্বি। ময়মনসিংহ বিভাগকে ব্রোঞ্জ এনে দেওয়া মোহাম্মদ অর্ণবের স্কোর ২৩৬ পয়েন্ট।

পাবনা রাইফেল ক্লাবের পৃষ্ঠপোষকতায় উঠে আসা লিমন সাফল্যের আনন্দে ভাসতে ভাসতে কৃতজ্ঞতা জানালেন কোচ ওসমান গনিকে, ‘আমার কোচ ওসমান গনি জাতীয় পর্যায়ের শুটার ছিলেন। তিনি আমার মামার বন্ধু। উনার বাড়ি আমাদের বাড়ির ঠিক পাশেই। ছোটবেলায় তাকে দেখেই শুটিংয়ে আসতে আগ্রহী হই। কোচের জন্য যুব গেমসে এমন ফল করতে পেরেছি।’

প্রতিযোগিতার প্রথম স্বর্ণপদক জিতে লিমন উচ্ছ্বসিত, ‘খুব ভালো লাগছে, এই আনন্দ  ভাষায় প্রকাশ করার মতো নয়। এমন একটা প্রতিযোগিতা আয়োজন করায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই। শুনেছি এখানে যারা ভালো করবে, ফেডারেশন তাদের জন্য দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এটা হলে সত্যিই খুব ভালো হবে।’

কোচ ওসমান গনি প্রিয় ছাত্রের প্রশংসা করে বললেন, ‘লিমন খুবই মেধাবী এবং পরিশ্রমী ছেলে। ওর বয়সী ছেলেরা সাধারণত দুরন্ত, চঞ্চল হয়। কিন্তু সে খুব শান্ত, ধীর-স্থির, শুটিং রেঞ্জে মনোযোগী ছাত্র। অন্য ছেলেরা অনেক সময় কথা শোনে না, কিন্তু লিমনকে যা বলি তাই শোনে।’

রবিবার গুলশান শুটিং কমপ্লেক্সে আরও পাঁচটি ইভেন্ট চূড়ান্ত হয়েছে। এয়ার রাইফেলে বরিশাল বিভাগের জিন্নাত কবির সূচনা, এয়ার পিস্তলে ময়মনসিংহ বিভাগের শেখ শাহজালাল সাদমান ও খুলনা বিভাগের  নিলুফার ইয়াসমিন এবং ম্যাচ এয়ার রাইফেল ইভেন্টে ঢাকা বিভাগের সাকিবুল আলম আল-আমিন ও খুলনা বিভাগের ফারবিন চৌধুরী রিথীকা স্বর্ণপদক জিতেছেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা